ঢাকা, মঙ্গলবার, ৩১ ভাদ্র ১৪৩২, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ২৩ রবিউল আউয়াল ১৪৪৭

বিনোদন

কাশ্মীরের মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করলেন সালমান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:০২, এপ্রিল ২৫, ২০১৮
কাশ্মীরের মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করলেন সালমান কাশ্মীরের মুখ্যমন্ত্রী মুফতি মেহবুবার সঙ্গে সালমান খান, রমেশ তুরানি ও শেরা

রেমো ডি’সুজা পরিচালিত ছবির শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন সালমান খান। সম্প্রতি ছবিটির শেষভাগের দৃশ্যধারণের জন্য সহশিল্পীদের নিয়ে কাশ্মীরে গিয়েছেন বলিউডের এই সুপারস্টার। সেখানে গিয়ে মুখ্যমন্ত্রী মুফতি মেহবুবার সঙ্গে দেখা করেছেন সল্লু।

এরই মধ্যে অন্তর্জাল দুনিয়ায় ছড়িয়ে পড়েছে মুফতি মেহবুবা ও সালমান খানের কয়েকটি স্থিরচিত্র। যেখানে তাদের সঙ্গে দেখা গেছে ‘রেস থ্রি’ ছবির প্রযোজক রমেশ তুরানি ও সালমানের দেহরক্ষী শেরা।

ছবিটিতে সালমানের বিপরীতে দেখা যাবে জ্যাকলিন ফার্নান্দেজকে। এতে আরও অভিনয় করছেন অনিল কাপুর, ববি দেওল, ডেইজি শাহ, শাকিব সেলিম প্রমুখ। আগামী ১৫ জুন ঈদ উপলক্ষে ছবিটি মুক্তি পাবে।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৮
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।