ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

প্রেসিডেন্টের কাছ থেকে শ্রীদেবীর পুরস্কার নেবেন মেয়েরা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৯ ঘণ্টা, মে ২, ২০১৮
প্রেসিডেন্টের কাছ থেকে শ্রীদেবীর পুরস্কার নেবেন মেয়েরা খুশি কাপুর, শ্রীদেবী ও জানভি কাপুর

ভারতের ৬৫তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেত্রী হয়েছেন শ্রীদেবী। রবি উদ্যাওয়ার পরিচালিত ‘মম’ তাকে এনে দিয়েছে রাষ্ট্রীয় সম্মান। এবারই প্রথম সেরা অভিনেত্রীর পুরস্কার যাচ্ছে তার ঘরে।

বৃহস্পতিবার (৩ মে) নয়াদিল্লির বিজ্ঞান ভবনে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। মায়ের জাতীয় পুরস্কার গ্রহণের জন্য এরই মধ্যে বাবা বনি কাপুরের সঙ্গে দিল্লি পৌঁছে গেছেন শ্রীদেবীর দুই মেয়ে জানভি কাপুর ও খুশি কাপুর।

গত ফেব্রুয়ারিতে দুবাইয়ে হোটেলের বাথটাবে ডুবে মৃত্যু হয় শ্রীদেবীর। এর আগে ‘মম’ই ছিল তার শেষ ছবি। এতে ধর্ষণের শিকার হওয়া মেয়ের জন্য ন্যায়বিচার পেতে জীবনবাজি রাখা মায়ের চরিত্রে অভিনয় করেছেন তিনি।

এদিকে মাত্র ১৯ বছর বয়সে সেরা অভিনেতার পুরস্কার পেতে যাচ্ছেন ওপার বাংলার অভিনেতা ঋদ্ধি সেন। কৌশিক গাঙ্গুলীর ‘নগরকীর্তন’ ছবিতে দারুণ অভিনয়ের জন্য এই স্বীকৃতি দেওয়া হচ্ছে তাকে। ৬৫তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে স্পেশাল জুরি অ্যাওয়ার্ডও পাচ্ছে তার অভিনীত ছবিটি।

সেরা বাংলা ছবির পুরস্কার পাচ্ছে অতনু ঘোষের ‘ময়ূরাক্ষী’। সেরা চলচ্চিত্র হয়েছে অসমিয়া ছবি ‘ভিলেজ রকস্টারস’। এছাড়া সেরা হিন্দি ছবি ‘নিউটন’ আর সেরা জনপ্রিয় ছবির পুরস্কার পেয়েছে ‘বাহুবলী: দ্য কনক্লুশন’। সেরা তেলুগু ছবি ও স্পেশাল ইফেক্টস পুরস্কারও পাবে এসএস রাজামৌলি পরিচালিত ‘বাহুবলী’র দ্বিতীয় কিস্তি।

‘টয়লেট: এক প্রেম কথা’ ছবির ‘গোরি তু লাঠ মার’ গানের সুবাদে সেরা কোরিওগ্রাফির জন্য পুরস্কৃত হচ্ছেন গনেশ আচার্য। শ্রীদেবী অভিনীত ‘মম’ ছবির জন্যই সেরা আবহ সংগীতের পুরস্কার জিতেছেন অস্কারজয়ী এ আর রাহমান। ‘কাতরু ভেলিয়িদাই’ ছবির জন্য সেরা সংগীত পরিচালকের পুরস্কারও দেওয়া হচ্ছে তাকে।

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, মে ০২, ২০১৮
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।