ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

সোনম-আনন্দর বিয়ের ই-কার্ড

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩২ ঘণ্টা, মে ২, ২০১৮
সোনম-আনন্দর বিয়ের ই-কার্ড সোনম-আনন্দর বিয়ের ই-কার্ড

‘সোনম কাপুর ও আনন্দ আহুজার বিয়ের ঘোষণা দিয়ে আমরা আনন্দিত ও গর্বিত। আগামী ৮ মে মুম্বাইয়ে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।’ মঙ্গলবার (০১ মে) কাপুর-আহুজা পরিবারের পক্ষ থেকে এমন ঘোষণা দিয়েই নিশ্চিত করা হয়েছে সোনম-আনন্দর বিয়ের খবরটি।

এদিকে বিয়ের আনুষ্ঠানিক ঘোষণার চব্বিশ ঘণ্টা কাটতে না কাটতেই প্রকাশ্যে এলো সোনম-আনন্দের বিয়ের ই-কার্ড।

ই-কার্ড কেনো বলা হচ্ছে তা তো সকলেরই জানা।

হবু দম্পতির বক্তব্য বিয়ের কার্ড মানেই কাগজের অপচয়। আর কাগজ মানেই গাছ কাটা। তাই তারা তাদের পরিবারকে জানিয়ে দিয়েছেন বিয়ের কার্ড না ছাপাতে। ডিজিটাল দুনিয়ায় ডিজিটাল পদ্ধতিতে আমন্ত্রণ জানাচ্ছেন অথিতিদের।

কার্ডটির ডিজাইন নাকি সোনম-আনন্দ নিজেই করেছেন। এরইমধ্যে আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব সকলকে ফোনে ফোনে পাঠানো হয়েছে সেই ই-কার্ড।

ই-কার্ড অনুযায়ী আগামী ৭ মে বিকেল ৪টায় সানটেক, সিগেনচার আইল্যান্ড বিকেসি হলে অনুষ্ঠিত হবে সোনমের মেহেদী অনুষ্ঠান।

পরদিন সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত বান্দ্রার রকডেলে চলবে বিয়ের আচারনুষ্ঠান। একইদিন রাতে হবে একটি জমকালো পার্টি।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, মে ০২, ২০১৮
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।