ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

অস্কার একাডেমি থেকে কসবি ও পোলানস্কিকে বহিষ্কার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৫২ ঘণ্টা, মে ৪, ২০১৮
অস্কার একাডেমি থেকে কসবি ও পোলানস্কিকে বহিষ্কার (বাঁ থেকে) বিল কসবি ও রোমান পোলানস্কি

যুক্তরাষ্ট্রের অভিনেতা বিল কসবি ও অস্কারজয়ী পোলিশ চলচ্চিত্র নির্মাতা রোমান পোলানস্কিকে বহিষ্কার করেছে ইউএস একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস।

টেলিভিশন তারকা কসবি গত মাসে যৌন নিপীড়নের অভিযোগে অভিযুক্ত হয়েছেন। আর পোলানস্কি ১৯৭৭ সালে ১৩ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের কথা স্বীকার করেছেন।

গত বছর যৌন নিপীড়নের অভিযোগে প্রযোজক হার্ভে ওয়েনস্টেইনকে বহিষ্কার করে অস্কার একাডেমি।  

একাডেমির এই সিদ্ধান্তের পর কসবি এবং পোলানস্কির কেউই প্রতিক্রিয়া জানাননি।  

তবে কসবির স্ত্রী ক্যামিলি একাডেমির এই সিদ্ধান্তকে ‘ভুল সিদ্ধান্ত’ বলে আখ্যায়িত করেছেন।  

বোর্ড সদস্যদের ভোটের দুইদিন পরে বৃহস্পতিবার (৩ এপ্রিল) কসবি ও পোলানস্কিকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয় বলে একাডেমির বিবৃতিতে জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, সংস্থার আচরণবিধির সঙ্গে না যাওয়ায় বিল কসবি ও রোমান পোলানস্কির সদস্যপদ বাতিলে ভোট দিয়েছে বোর্ড।  

বিবৃতিতে আরও বলা হয়, বোর্ড মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল। একাডেমির মূল্যবোধকে সমর্থন করে এমন নৈতিক আদর্শকে উৎসাহিত করতে বোর্ড এই সিদ্ধান্ত নিয়েছে।  

অস্কার একাডেমির ৯১ বছরের ইতিহাসে এখন পর্যন্ত মাত্র চারজনকে বহিষ্কার করা হয়েছে।

২০০৪ সালে প্রথম অভিনেতা কারমাইন কারিডির সদস্যপদ প্রত্যাহার করে একাডেমি। গোপন ফিল্ম প্রিভিউ ভিডিও এক বন্ধুর কাছে পাঠানোর পর তা অনলাইনে ছড়িয়ে পড়লে তাকে বহিষ্কার করা হয়।  

বাংলাদেশ সময়: ০৯৫২ ঘণ্টা, মে ০৪, ২০১৮
আরআর  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।