ঢাকা, সোমবার, ১৩ আশ্বিন ১৪৩২, ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৬ রবিউস সানি ১৪৪৭

বিনোদন

কন্যা সারার সঙ্গে বড় পর্দায় যিশু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:০২, মে ১৯, ২০১৮
কন্যা সারার সঙ্গে বড় পর্দায় যিশু মেয়ে সারার সঙ্গে যিশু সেনগুপ্ত

টলিউডের জনপ্রিয় অভিনেতা যিশু সেনগুপ্ত। এখনও পর্যন্ত অনেকের সঙ্গেই অভিনয় করেছেন। কিন্তু এই প্রথম নিজের মেয়ে সারাকে নিয়ে রূপালি পর্দায় হাজির হতে যাচ্ছেন তিনি।

সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত এসভিএফ এন্টারটেনমেন্ট প্রযোজিত ‘উমা’ ছবিতে একসঙ্গে দেখা যাবে বাপ-বেটিকে।

একটি ছোট মেয়ের গল্প নিয়ে নির্মিত হচ্ছে ‘উমা’।

ছবিতে দেখানো হবে সারা অস্ট্রেলিয়া প্রবাসী। জটিল রোগে আক্রান্ত এবং মৃত্যুর সঙ্গে লড়াই করছে। তার ইচ্ছে সে একবার কলকাতার দুর্গাপূজা দেখবে। কিন্তু চিকিৎসকের কথা মতো সে পর্যন্ত আয়ু নেই তার।

তবুও তার বাবা তাকে অস্ট্রেলিয়া থেকে কলকাতায় নিয়ে আসে। একটি নকল দুর্গা পূজার ব্যবস্থা করে  কলকাতায়। এই নকল দুর্গা পূজা আয়োজনের ভার পরে এক ব্যর্থ চলচ্চিত্র পরিচালকের হাতে। এই ভাবেই এগিয়েছে ছবির গল্প।

বড় মেয়ে সারা ছাড়াও এই ছবিতে দেখা যাবে যিশু সেনগুপ্তের ছোট মেয়ে জারা। এছাড়া আরও রয়েছেন, গায়ক বাবুল সুপ্রিয়, অঞ্জন দত্ত, শ্রাবন্তী চ্যাটার্জী, গার্গী রায় চৌধুরি, রুদ্রনীল ঘোষ প্রমুখ।

অতিথি শিল্পী হিসেবে দেখা যাবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় , দেব, নুসরত ও মিমিকে। আগামী ৮ জুন মুক্তি পাবে ‘উমা’।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা,  ১৯ মে, ২০১৮
এসএস/বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।