ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

সালমানের হলে ফ্রি সিনেমা দেখতে পাবেন দুস্থ শিশুরা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৭ ঘণ্টা, জুন ৯, ২০১৮
সালমানের হলে ফ্রি সিনেমা দেখতে পাবেন দুস্থ শিশুরা সালমান খান

সিনেমা হল দেওয়ার স্বপ্ন দুই বছর আগেই দেখেছিলেন সালমান খান। নাম ঠিক করেছিলেন ‘সালমান টকিস’। এবার তা বাস্তবায়ন করতে যাচ্ছেন বলিউড সুপারস্টার। খুব শিগগিরই চালু হচ্ছে তার ‘থিয়েটার চেইন’।

‘সালমান টকিস’-এ অন্যান্য হলের তুলনায় কম মূল্যে সিনেমা দেখা যাবে। দিতে হবে না কর।

শুধু তাই নয়, এতে দুস্থ শিশুরা বিনামূল্যে সিনেমা দেখতে পাবেন। পুরো বিষয়টি ‘ভাইজান’ নিজেই তত্ত্বাবধান করেছেন।

সালমান বলেন, সিনেমা হল নিয়ে আমার অনেক প্ল্যান আছে। তবে এই নিয়ে আমার অনেক সময় নিতে হচ্ছে। কারণ আমি সতর্কতার সঙ্গে আগাতে চাচ্ছি। এর সঙ্গে অনেক কিছু জড়িত আছে যা চাইলে বন্ধ করে দেওয়া যাবে না।

শুরুতে মুম্বাইয়ের আশেপাশে হল চালু করবেন সালমান। এরপর আস্তে আস্তে ছোট শহরগুলোতেও হল চেইন চালু করার ইচ্ছে তার।

এ দিকে আগামী ১৫ জুন মুক্তি পাচ্ছে সালমান খান অভিনীত ‘রেস থ্রি’। সম্প্রতি ছবিটির পরিবেশক হিসেবেও দায়িত্ব নিয়েছেন তিনি।

বাংলানিউজ সময়: ২২৩৫ ঘণ্টা, জুন ০৯, ২০১৮
জেআইএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।