ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

রবীন্দ্রসঙ্গীত শিল্পী সংস্থার দুই দিনের স্মরণানুষ্ঠান

নিউজরুম এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৪ ঘণ্টা, আগস্ট ২, ২০১৮
রবীন্দ্রসঙ্গীত শিল্পী সংস্থার দুই দিনের স্মরণানুষ্ঠান বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৭৭তম প্রয়াণবার্ষিকী-ছবি:সংগৃহীত

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৭৭তম প্রয়াণবার্ষিকীকে সামনে রেখে দুই দিনের স্মরণ অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ রবীন্দ্রসঙ্গীত শিল্পী সংস্থা। শুক্রবার (৩ আগস্ট) সন্ধ্যা ৬টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে এর উদ্বোধন হবে।

এবারের স্লোগান ‘অহংকার চূর্ণ করো/প্রেমে মন পূর্ণ করো’। উদ্বোধনী সন্ধ্যার সূচনা হবে ‘সকাতরে ওই কাঁদিছে সকলে, শোনো শোনো পিতা’ ও ‘আগুণের পরশমণি’র পর দুটি কোরাস গানের মধ্য দিয়ে।

এরপর থাকছে একক ও দ্বৈত সঙ্গীত।

এই আয়োজনে কবিগুরুর প্রেম, প্রকৃতি, পূজাসহ বিভিন্ন পর্যায়ের গান গেয়ে শোনাবেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী সংস্থার ৮০ জন শিল্পী। পাশাপাশি থাকছে দেশের বেশ কয়েকজন বরেণ্য শিল্পীর পরিবেশনা।

রবীন্দ্রসঙ্গীত শিল্পী সংস্থার সভাপতি তপন মাহমুদ বলেন, ‘প্রতিবারের মতো এবারও থাকছে রবীন্দ্রনাথ ঠাকুরের বৈচিত্র্যময় গানের পসরা। অনুষ্ঠানে রবীন্দ্রপ্রেমীদের সবান্ধব উপস্থিতি কামনা করছি। ’

সংস্থার সাধারণ সম্পাদক সাজেদ আকবর জানান, আগামী ৪ আগস্ট সন্ধ্যা ৬টায় জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে শুরু হবে স্মরণ অনুষ্ঠানের সমাপনী আয়োজন।

বাংলাদেশ সময়: ০৩১১ ঘণ্টা, আগস্ট ০৩, ২০১৮
বিএসকে/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।