আসন্ন কোরবানির ঈদে মুক্তির জন্য শেষ পর্যন্ত চুড়ান্ত হয়েছে ৬টি ছবি। এছাড়াও টিভি চ্যানেলে ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে ২টি ছবির।
ঈদের আনন্দে একশ্রেণীর দর্শক সিনেমা হলে ভীড় জমায়। ঈদে মুক্তিপ্রাপ্ত ছবিগুলোর মধ্যে ব্যবসায়িক সাফল্য পায় সিংহভাগই। তাই নির্মাতা-প্রযোজকরা ঈদে ছবি মুক্তি দিতে প্রতিযোগিতায় নেমে যান। আসছে ঈদুল আজহাকে সামনে রেখে মুক্তির প্র¯‘তি নিয়েছিল ১০টি বানিজ্যিক ছবি। এর মধ্যে প্রাথমিক অবস্থায় নির্বাচিত হয় ৪টি ছবি। কিন্তু শেষ মুহুর্ত নির্মাতা-কলাকুশলীদের চাপের মুখে এফডিসি আরো ২টি ছবির প্রিন্ট সরবরাহ করছে। ঈদের মাত্র কয়েকদিন আগে ছবিগুলো চূড়ান্ত হলেও চলচ্চিত্র ব্যবসায়ীরা এই সিদ্ধান্তে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন।
ঈদে মুক্তির অপেক্ষায় থাকা বানিজ্যিক ছবিগুলোর মধ্যে রাজু চৌধুরী পরিচালিত ‘প্রিয়া আমার জান’ নির্মিত হয়েছে এভারগ্রীন ফিল্মসের ব্যানারে। এতে অভিনয় করেছেন শাকিব খান, অপু বিশ্বাস, আলীরাজ, নাসরিন, কাবিলা, রেহানা জলি, ইলিয়াস কোবরা, শিবা শানু, মিশা সওদাগর প্রমূখ। মোহাম্মদ হোসেন জেমী পরিচালিত ও খোরশেদ আলম খসরু প্রযোজিত ‘কিং খান’ ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান, অপু বিশ্বাস, মিমো, কাবিলা, কাজী হায়াৎ, আসিফ ইকবাল, মারুফ আকিব, সাদেক বাচ্চু, মিশা সওদাগর, সুচরিতা, উজ্জল প্রমুখ। মোহাম্মদ হোসেন পরিচালিত ‘বস নাম্বার ওয়ান’ ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান, সাহারা, নিপুন, প্রবীর মিত্র, আলীরাজ, সাদেক বাচ্চু, রেহানা জলি, শিবা শানু, ইলিয়াস কোবরা, ডন, আজাদ খান, তনু, রেবেকা, কাবিলা, রতন প্রমুখ। মনতাজুর রহমান আকবর পরিচালিত ও মনোয়ার হোসেন ডিপজল প্রযোজিত ‘ছোট্ট সংসার’ ছবিতে অভিনয় করেছেন ডিপজল, কাজী মারুফ, রেসী, তমা মির্জ্জা, দীঘি, প্রাচুর্য, প্রবীর মিত্র, রেহানা জলি, রাশেদা চৌধুরী, রানী সরকার, ডিজে সোহেল, কালা আজিজ, সুব্রত, সাদেক সিদ্দিক, মিজু আহমেদ, হাসান মাসুদ প্রমূখ। মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ও এনটিভি প্রযোজিত ‘প্রজাপতি’ ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী, জাহিদ হোসেন, মোশাররফ করিম, সোহেল খান প্রমুখ। ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ও নজরুল ইসলাম পরিচালিত ছবি ‘বন্ধু তুমি আমার’ ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ইলিয়াস কাঞ্চন, রিয়াজ, পূর্ণিমা, আলীরাজ, সাদেক বাচ্চু, ডন প্রমুখ।
এছাড়াও টিভি চ্যানেলে ওয়ার্ল্ড প্রিমিয়ারের অপেক্ষায় থাকা নোমান রবিন পরিচালিত ও আরটিভি প্রযোজিত প্রথম ছবি Ôজলদস্যু রক্ত রহস্য-এ অভিনয় করেছেন সিন্ডি রোলিং, অহনা, রাশেদ মামুন অপু, অš‘ করিম, রাশেদ বিল্পব, মাজহারুল ইসলাম, সাজু খাদেম প্রমুখ। হাসিবুর রেজা কল্লোলের পরিচালনায় একুশে টেলিভিশন প্রযোজিত প্রথম ছবি অন্ধ নিরাঙ্গম-এ অভিনয়ে রয়েছেন জয়ন্ত চট্টোপাধ্যায়, রোকেয়া প্রাচী, সঞ্জীব আহমেদ, ফখরুজ্জামান চৌধুরী, আমিনুর রহমান বা”চু, শিহাব পারভেজ, ইমদাদ ফকির, লাভলী ফকিরানী, এমিডারি কারটিস, মাগালি লাভিরাত্তি, দিয়ারমাইদ স্পাইরো, জোসায়ামেকনামাভা, ইজমাইলানেজুঙ্গম, তিমথি ম্যাককেইন, আনুশেহ্ আনাদিল ও অনেকে।
বাংলাদেশ সময় ০২৪০, নভেম্বর ০৬, ২০১১