ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

‘ভালোবাসার সীমান্তে’ সজল-ভাবনা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪২ ঘণ্টা, আগস্ট ৯, ২০১৮
‘ভালোবাসার সীমান্তে’ সজল-ভাবনা ‘ভালোবাসার সীমান্তে’ নাটকের দৃশ্য

নবাব বিভিন্ন টেইলার্সে শাড়ি সরবরাহ করে থাকেন। এদিকে একটি টেইলার্সে দর্জির কাজ করেন বিউটি। নবাব বিউটিকে খুব ভালোবাসে। শাড়ি সরবরাহ করার সুবাদেই তাদের পরিচয়। এই  পরিচয়ই একসময় রূপ নেয় প্রেমে।

নবাবের ইচ্ছে বিউটিকে একটি মোবাইল ফোন উপহার দেওয়ার। তাকে নিয়ে একদিন অভিজাত মানুষের মতো এই শহরটা ঘুরে দেখার।

বিউটি অবসর না পেলেও ভালোবাসার মানুষের কথায় সাড়া দিয়ে একদিন বেরিয়ে পড়েন। দিনটি স্মরণীয় করে রাখতে দু’জনে খাওয়া-দাওয়া, ঘোরাঘুরি করা, সিনেমা দেখা সবই করে।

সারাদিন ঘোরাঘুরির পর ফেরার পথে নবাব বিউটিকে একটি গলিতে নিয়ে যায়। সেখানে হঠাৎ বিউটি অপহরণ হয়। নবাব বিউটিকে রক্ষা করতে গেলে উল্টো তাকে মার খেতে হয়। একসময় নিজের জীবন নিয়ে পালায় নবাব। তারপর নানা ঘটনার মধ্য দিয়ে এগিয়েছে গল্পটি।

এমন গল্প নিয়ে নির্মিত হয়েছে একক নাটক ‘ভালোবাসার সীমান্তে’। ইকবাল হোসাইন চৌধুরীর রচনায় নাটকটি পরিচালনা করেছেন মনজুরুল আলম।

নাটকে বিউটি চরিত্রে অভিনয় করেছেন আশনা হাবিব ভাবনা ও নবাব চরিত্রে দেখা যাবে আব্দুন নূর সজলকে।

শুক্রবার (১০ আগস্ট) রাত ৮টায় বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভিতে নাটকটি প্রচারিত হবে।

বাংলাদেশ সময়: ১৬৩৭ ঘণ্টা, আগস্ট ০৯, ২০১৮
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।