ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

মঞ্চস্থ হলো ‘হাছনজানের রাজা’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৮ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৮
মঞ্চস্থ হলো ‘হাছনজানের রাজা’ ‘হাছনজানের রাজা’ নাটকের দৃশ্য

বাংলাদেশ মহিলা সমিতি মিলনায়তনে মঞ্চস্থ হলো মরমি সাধক, গীতিকবি হাসন রাজার জীবনী নিয়ে লেখা নাটক ‘হাছনজানের রাজা’। এটি নাট্যদল প্রাঙ্গণেমোরের ১৩তম প্রযোজনা।

শুক্রবার (১৭ আগস্ট)  সন্ধ্যা ৭টায় রাজধানীর বেইলী রোডের মহিলা সমিতি মিলনায়তনে হাছনজানের রাজা নাটকের ষষ্ঠ  প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

শাকুর মজিদের লেখা, অনন্ত হিরার নির্দেশনায় নাটকটিতে হাসন রাজার জীবনীকে ভিন্নভাবে তুলে ধরা হয়েছে।

নাটকটি দেখতে নারায়ণগঞ্জ থেকে আসা দর্শক শেখ মো. হাফিজ বলেন, নাট্যকার যেভাবে হাসন রাজাকে উপস্থাপন করেছেন তা দেখে আমি অভিভূত। মনিষীদের জীবনী নিয়ে নাটক নির্মাণের এই প্রয়াস বাংলা নাটককে আরও সমৃদ্ধ করবে।

নির্দেশক অনন্ত হিরা বলেন, ভাটি অঞ্চলের কিংবদন্তি শিল্পীসত্ত্বা হাসন রাজাকে নিয়ে লেখা নাটকটি আমরা চলতি বছরের এপ্রিলে মঞ্চে নিয়ে আসি। এরপর থেকেই দর্শকদের ব্যাপক সাড়া পাচ্ছি। এ পর্যন্ত সবগুলো প্রদর্শনী ছিল হাউজফুল।

‘হাজনজানের রাজা’ নাটকটিতে অভিনয় করেছেন রামিজ রাজু, আউয়াল রেজা, মাইনুল তাওহীদ, সাগর রায়, শুভেচ্ছা রহমান, সবুক্তগীন শুভ, জুয়েল রানা, আশা, প্রকৃতি, প্রীতি, সুজয়, নীরু, সুমন, বাঁধন ও রুমা।

নাটকের মঞ্চ পরিকল্পনা করেছেন ফয়েজ জহির, সঙ্গীত পরামর্শক হাছন রাজার গানের জনপ্রিয় শিল্পী সেলিম চৌধুরী, সঙ্গীত পরিকল্পনা রামিজ রাজু, আলোক পরামর্শক বাংলাদেশের প্রবীন আলোক পরিকল্পক ঠান্ডু রায়হান, আলোক পরিকল্পনা তৌফিক আজীম রবিন এবং পোশাক পরিকল্পনা করেছেন নূনা আফরোজ।

বাংলাদেশ সময়: ২১৪৪ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৮
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।