হাফ প্যান্ট পরা স্কুলের ছাত্র থেকে শুরু করে বাসার কাজের বুয়ার চরিত্রেও তিনি অভিনয় করে থাকেন। তার বেশীর ভাগ চরিত্রে কোন সংলাপ থাকে না, থাকে না ক্যামেরার ফোকাস, তবুও লতিফ বড় অভিনেতা হওয়ার যুদ্ধ চালিয়ে যায়।
একদিন শুটিংয়ে নায়ক-নায়িকা একটি রোমন্টিক দৃশ্য কোনোভাবেই করতে পারছিলেন না। বার বার নায়ক ব্যর্থ হচ্ছেন। সবাই হতাশ বিরক্ত, তখনই লতিফ সেটে এসে নায়িকার হাত ধরে পুরো রোমান্টিক দৃশ্যটি পরিচালকের চাওয়া অনুযায়ী করে সকলকে তাক লাগিয়ে দেয়। এরপর কি ঘটল?
তা জানা যাবে ঈদের বিশেষ টেলিফিল্ম ‘জুনিয়র আর্টিস্ট লতিফ’-এ। এটি রচনা ও পরিচালনা করেছেন সুমন আনোয়ার। এতে লতিফ চরিত্রে অভিনয় করেছেন আফরান নিশো। আরো রয়েছেন মৌসুমি হামিদ, শাহেদ শরিফ খান, সাহেদ আলী সুজন, আহসান হাবিব নাসিম, সাজ্জাদ রেজা ও একটি বিশেষ চরিত্রে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন প্রমুখ।
ঈদুল আজহার ৬ষ্ঠ দিন সোমবার (২৭ আগস্ট) দুপুর ২টা ১০ মিনিটে ‘জুনিয়র আর্টিস্ট লতিফ’ বাংলাভিশনে প্রচার হবে।
বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৮
জেআইএম/বিএসকে