‘অর্কিডের স্বপ্ন’ নাটকের দৃশ্য
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ‘ক্যামেলিয়া’ কবিতার ছায়া অবলম্বনে নির্মিত হয়েছেন নাটক ‘অর্কিডের স্বপ্ন’। নাটকটি নাট্যরূপ দিয়েছেন নাজনীন হাসান চুমকী এবং পরিচালনা করেছেন দীপু হাজরা।
এতে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, গোলাম ফরিদা ছন্দা, আমীন আজাদ, সুজাত শিমুল, আসিফ নজরুল, সুজিত বিশ্বাস, ইমতিয়াজ মেহেদী হাসান প্রমুখ।
নাটকটির গল্পে দেখা যাবে, এলাকার প্রভাবশালী মাস্তান জিসান।
একদিন সে ক্যামেলিয়া নামের এক মেয়েকে দেখে মুগ্ধ হয়ে তার পিছু নেয়। চলে যায় মেয়েটির বাসা পর্যন্ত। এরপর থেকে নিয়মিত জিসান ক্যামেলিয়ার আশেপাশে থাকার চেষ্টা করেন। শুধু তাই না, ক্যামেলিয়ার মনোযোগ পাবার আশায় অনেক কিছুই করে সে।
একদিন জিসান খবর পায়, ক্যামেলিয়ারা পুরো ফ্যামিলি ঢাকার বাইরে যাচ্ছে। জিসান বাস স্ট্যান্ডে গিয়ে দাঁড়িয়ে থাকে কিন্তু দেখা মেলে না ক্যামেলিয়ার। হতাশ হয়ে ফিরে আসে জিসান। এভাবে বিভিন্ন ঘটনাপ্রবাহে চলতে থাকে নাটকের গল্প।
সোমবার (২৭ আগস্ট) ঈদের ৬ষ্ঠ দিন গাজী টিভিতে রাত সাড়ে ৯টায় ‘অর্কিডের স্বপ্ন’ প্রচার হবে।
বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৮
জেআইএম/বিএসকে
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।