ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

চিত্রপরিচালক ওয়াজেদ আলী সুমনের মায়ের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০১ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৮
চিত্রপরিচালক ওয়াজেদ আলী সুমনের মায়ের মৃত্যু ওয়াজেদ আলী সুমনে

চলচ্চিত্র পরিচালক ওয়াজেদ আলী সুমনের মা মেহের নেগার মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাহি রাজিউন)। রোববার (২৬ আগস্ট) দুপুরে রাজশাহীর নিজ বাসায় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।

তার মৃত্যুর খবর বাংলানিউজকে নিশ্চিত করে ওয়াজেদ আলী সুমনের স্ত্রী মৌ বলেন, আমার শাশুড়ি বেশকিছুদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। আজ দুপুরে তিনি হঠাৎ হৃদরোগে আক্রান্ত্র হন।

হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

মৌ আরো জানান, রাজশাহী ঈদ করতে পরিবারসহ তারা এসেছিলেন। তাই সবাই তার মৃত্যুর সময় পাশেই ছিলেন।

ওয়াজেদ আলী সুমনের গ্রামের বাড়ি রাজশাহীর পুঠিয়া উপজেলার কান্দ্রা গ্রামে। সেখানেই তার মা থাকতেন। মেহের নেগারের পাঁচ ছেলে ও এক মেয়ে। এরমধ্যে সুমন সবার বড়।

রোববার বাদ মাগরিব জানাযা শেষে মেহের নেগারকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

ওয়াজেদ আলী সুমন পরিচালিত ‘ক্যাপ্টেন খান’ ও ‘মনে রেখো’ সিনেমা এবার ঈদে সারাদেশে মুক্তি পেয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৫১ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৮
জেআইএম/বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।