তার মৃত্যুর খবর বাংলানিউজকে নিশ্চিত করে ওয়াজেদ আলী সুমনের স্ত্রী মৌ বলেন, আমার শাশুড়ি বেশকিছুদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। আজ দুপুরে তিনি হঠাৎ হৃদরোগে আক্রান্ত্র হন।
মৌ আরো জানান, রাজশাহী ঈদ করতে পরিবারসহ তারা এসেছিলেন। তাই সবাই তার মৃত্যুর সময় পাশেই ছিলেন।
ওয়াজেদ আলী সুমনের গ্রামের বাড়ি রাজশাহীর পুঠিয়া উপজেলার কান্দ্রা গ্রামে। সেখানেই তার মা থাকতেন। মেহের নেগারের পাঁচ ছেলে ও এক মেয়ে। এরমধ্যে সুমন সবার বড়।
রোববার বাদ মাগরিব জানাযা শেষে মেহের নেগারকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
ওয়াজেদ আলী সুমন পরিচালিত ‘ক্যাপ্টেন খান’ ও ‘মনে রেখো’ সিনেমা এবার ঈদে সারাদেশে মুক্তি পেয়েছে।
বাংলাদেশ সময়: ১৬৫১ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৮
জেআইএম/বিএসকে