এসব পুরাতন খবর, নতুন খবর হলো ছবিটি সৌদি আরবের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। বৃহস্পতিবার (৩০ আগস্ট) সমাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে একটি স্ট্যাটাস দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন অক্ষয় কুমার নিজেই।
ওই স্ট্যাটাসে অক্ষয় লিখেছেন, “অলিম্পিক গেমসে স্বাধীন রাষ্ট্র হিসেবে ভারতের প্রথম সোনা জয় দেখানো হবে সৌদি আরবে। রীমা কাগতি পরিচালিত ‘গোল্ড’ বলিউডের প্রথম ছবি যা সৌদির প্রেক্ষাগৃহে মুক্তি পেলো। ”
হকি খেলোয়াড় বলবীর সিংয়ের জীবন অবলম্বনে তৈরি হচ্ছে ‘গোল্ড’ ছবিটি। ১৯৪৮ সালে লন্ডনে ১৪তম অলিম্পিক গেমসে স্বাধীন রাষ্ট্র হিসেবে ভারত প্রথম সোনার পদক জেতে হকিতে। ওই দলের সদস্য ছিলেন বলবীর সিং। ছবিতে তার চরিত্রে দেখা গেছে অক্ষয়কে।
বাংলাদেশ সময়: ১২৩২ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৮
বিএসকে