ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

সৌদি আরবে মুক্তি পেলো অক্ষয়ের ‘গোল্ড’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫৮ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৮
সৌদি আরবে মুক্তি পেলো অক্ষয়ের ‘গোল্ড’ ‘গোল্ড’ ছবির দৃশ্য

গত ১৫ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে অক্ষয় কুমার অভিনীত ‘গোল্ড’। এতে অক্ষয়ের বিপরীতে দেখা গেছে টেলিভিশন তারকা মৌনি রয়কে। বক্স অফিসে শত কোটি রুপির ব্যবসা করেছে ছবিটি।

এসব পুরাতন খবর, নতুন খবর হলো ছবিটি সৌদি আরবের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। বৃহস্পতিবার (৩০ আগস্ট) সমাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে একটি স্ট্যাটাস দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন অক্ষয় কুমার নিজেই।

ওই স্ট্যাটাসে অক্ষয় লিখেছেন, “অলিম্পিক গেমসে স্বাধীন রাষ্ট্র হিসেবে ভারতের প্রথম সোনা জয় দেখানো হবে সৌদি আরবে। রীমা কাগতি পরিচালিত ‘গোল্ড’ বলিউডের প্রথম ছবি যা সৌদির প্রেক্ষাগৃহে মুক্তি পেলো। ”

হকি খেলোয়াড় বলবীর সিংয়ের জীবন অবলম্বনে তৈরি হচ্ছে ‘গোল্ড’ ছবিটি। ১৯৪৮ সালে লন্ডনে ১৪তম অলিম্পিক গেমসে স্বাধীন রাষ্ট্র হিসেবে ভারত প্রথম সোনার পদক জেতে হকিতে। ওই দলের সদস্য ছিলেন বলবীর সিং। ছবিতে তার চরিত্রে দেখা গেছে অক্ষয়কে।

বাংলাদেশ সময়: ১২৩২ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৮
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।