তিনি বলেছেন, যুব সমাজকে মাদকের ভয়ানক ছোবল থেকে মুক্ত করতে বেশি বেশি সঙ্গীত চর্চা করতে হবে। ক্ষুদে গানরাজ পুষ্পিতা তরুণ সমাজের হয়ে সে কাজটি করছে।
মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় জাতীয় শিল্পকলা একাডেমিতে ক্ষুদে গানরাজ নুজহাত সাবিহা পুষ্পিতার মৌলিক গানের একক অ্যালবাম ‘অনুভবে তুমি’র মোড়ক উন্মোচন শেষে এসব কথা বলেন ডেপুটি স্পিকার। এটিই ক্ষুদে গানরাজ ২০১৮-এর চ্যাম্পিয়ন পুষ্পিতার প্রথম একক অ্যালবাম।
পুষ্পিতা নিজের নির্বাচনী এলাকা সাঘাটা-ফুলছড়ির সন্তান হওয়ায় তাকে অভিনন্দন জানিয়ে ডেপুটি স্পিকার বলেন, আমি বিশ্বাস করি লেখাপড়ার পাশাপাশি সুস্থ বিনোদনের মাধ্যমে কলুষমুক্ত সমাজ গঠনে পুষ্পিতা কাজ করবে।
অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে ডেপুটি স্পিকার বলেন, সন্তানদের সঠিক পথে পরিচালনার জন্য এইচএসসি পাসের আগে কোনো সন্তানের হাতে মোবাইল ফোন দেওয়া উচিত না। মেধা সম্পন্ন আগামী প্রজন্ম গড়তে অভিভাবকদের এখনই উদ্যোগী হতে হবে।
স্বচ্ছ সাংস্কৃতিক সংস্থার সভাপতি এস এম আমজাদ হোসেন দীপ্তির সভাপতিত্বে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গণপূর্ত অধিদফতরের প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম, রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আতাউর রহমান প্রধান, সুরসপ্তক এর অধ্যক্ষ ও প্রতিষ্ঠাতা পরিচালক জনপ্রিয় নজরুল সঙ্গীত শিল্পী ফেরদৌস আরা প্রমুখ।
বাংলাদেশ সময়: ২১২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০১৮
এসএম/এমজেএফ