এটি পরিচালনা করছেন মিখিল মুসাল। এতে আরো অভিনয় করছেন মৌনী রায় ও বোমান ইরানি।
রাজকুমার টুইটারে সিনেমাটির মুক্তির তারিখ প্রকাশ করে লিখেছেন, একটি নতুন পথচলা শুরু। ‘মেড ইন চায়না’য় আজ থেকে কাজ শুরু করলাম। এটি ২০১৯ সালের ১৫ আগস্ট মুক্তি পাবে।
মজার ব্যাপার হচ্ছে একই তারিখে মুক্তি পাবে অমিতাভ বচ্চন, রণবীর কাপুর ও আলিয়া ভাটের ‘ব্রহ্মাস্ত্র’। সিনেমা দুইটি যদি ২০১৯ সালের ১৫ আগস্ট মুক্তি পায় তাহলে পর্দায় রণবীর কাপুরের মুখোমুখি হবেন রাজকুমার রাও।
‘মেড ইন চায়না’ সিনেমায় রাও একজন সংগ্রামী গুজরাটি ব্যবসায়ির চরিত্রে অভিনয় করছেন। তার স্ত্রীর চরিত্রে দেখা যাবে বলিউডে অভিষেক হতে যাওয়া তারকা ও টিভি অভিনেত্রী মৌনী রায়।
আহমেদবাদ এবং চায়নায় সিনেমাটির শুটিং হবে।
বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৮
জেআইএম