পুরো টুর্নামেন্ট জুড়ে প্রতিদিন দুটি ম্যাচের মধ্য বিরতিতে বিশেষ অনুষ্ঠান ‘পাওয়ার প্লে’ নিয়ে টিভি পর্দায় হাজির হবেন অভিনেত্রী ও উপস্থাপক মারিয়া নূর। প্রতি পর্বে তিনি মুখোমুখি হবেন ক্রিকেট বিশেষজ্ঞদের।
অনুষ্ঠানটি প্রসঙ্গে মারিয়া বলেন, এবারই প্রথম ‘পাওয়ার প্লে’ অনুষ্ঠানের সাথে যুক্ত হলাম। পুরো অনুষ্ঠান পরিকল্পনা এবং তত্ত্বাবধানে যারা থাকেন তারা খুব গুছিয়ে কাজ করেন। আশা করছি এশিয়া কাপের উত্তেজনাকর ম্যাচগুলোর মাঝে দর্শকদের ক্রিকেটর নানান ধরনের বিশ্লেষণ নিয়ে পরিপূর্ণ একটি অনুষ্ঠান উপহার দিতে পারবো।
অনুষ্ঠানটি প্রচার হবে মাছরাঙা টেলিভিশনে। চ্যানেলটি এশিয়া কাপের সবগুলো ম্যাচ সরাসরি সম্প্রচার করবে।
এবারের আসরে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলংকা, হংকক ও আফগানিস্তান অংশ নিচ্ছে। আসছে ২৮ সেপ্টেম্বর ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে এ বছরের এশিয়া কাপের সমাপ্তি ঘটবে।
বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৮
জেআইএম