নীল ও তার স্ত্রী রুকমিনি মেয়ের সাথে ছবি তুলে পোস্ট করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। ঘরে নতুন অতিথিকে পেয়ে তারা দুজনই আনন্দ প্রকাশ করেন।
ছবির ক্যাপশনে নীল লেখেন, এখন থেকে প্রতিদিন কন্যা দিবস।
গত ২০ সেপ্টেম্বর মুম্বাইয়ের ব্রেচ ক্যান্ডি হাসপাতালে নূরবীর জন্ম হয়। এর আগে গত এপ্রিলে সামাজিক যোগাযোগ মাধ্যমে রুকমিনির অন্তঃসত্ত্বা হওয়ার খবরটি সবাইকে জানিয়েছিলেন নীল।
২০১৭ সালের ৯ ফেব্রুয়ারি ভারতের উদয়পুরে জমকালো আয়োজনের মধ্য দিয়ে মুম্বাইয়ের মেয়ে রুকমিনিকে বিয়ে করেন নীল। রুকমিনি মিডিয়ার সঙ্গে জড়িত নন। তিনি কাজ করেন বিমান শিল্পে।
নীল কিংবদন্তি সঙ্গীতশিল্পী মুকেশের নাতি ও নিতিন মুকেশের ছেলে। তার অভিনীত সিনেমার তালিকায় উল্লেখযোগ্য ‘জনি গাদ্দার’ (২০০৭), ‘নিউইয়র্ক’ (২০০৯), ‘জেল’ (২০০৯), ‘সাত খুন মাফ’ (২০১১), ‘প্লেয়ার্স’ (২০১২), ‘ডেভিড’ (২০১৩), ‘প্রেম রতন ধন পায়ো’ (২০১৫), ‘ওয়াজির’ (২০১৬) প্রভৃতি।
বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৮
জেআইএম