এ প্রসঙ্গে নির্মাতা দৃষ্টি তন্ময় বলেন, এটা আমার প্রথম সিনেমা। অন্যরকম এক প্রেমের গল্প নিয়ে সিনেমাটি নির্মাণ করছি।
এর আগে ক্যামেলিয়া রাঙা নিজের প্রথম সিনেমা ‘নুরু মিয়া ও তার বিউটি ড্রাইভার’-এ ফজলুর রহমান বাবুর বিপরীতে অভিনয় করে প্রশংসা পান।
‘শেকল’-এ অভিনয় প্রসঙ্গে এই অভিনেত্রী বলেন, এই সিনেমার গল্পটি ব্যতিক্রম। সব নায়িকারই স্বপ্ন থাকে এমন একটি চরিত্রে অভিনয় করার। এক ধরণের সাইলেন্ট রোমান্স আছে, ট্র্যাজেডি আছে। গল্পে মধ্যবিত্ত চরিত্রের মেয়ে আমি।
দেবজ্যোতি ভক্তের গল্প অবলম্বনে ‘শেকল’র চিত্রনাট্য করেছেন জুয়েল রানা। গানগুলো করেছেন শান্ত শান। একটি গানে কণ্ঠ দিয়েছেন সঙ্গীতা মালো। গত ১৮ সেপ্টেম্বর সিনেমাটির শুটিং শুরু হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৮
জেআইএম