ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

বিনোদন

তৌসিফের 'অপেক্ষা'য় মিতু

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৪ ঘণ্টা, অক্টোবর ৪, ২০১৮
তৌসিফের 'অপেক্ষা'য় মিতু 'অপেক্ষা' নাটকের একটি দৃশ্য

হতাশাগ্রস্ত হয়ে তনয় একঘরে হয়ে গেছেন। তার বাবা-মায়ের আক্ষেপ হয়, কিন্তু তাদের যেন কিছুই বলার নেই। 

একটি দুর্ঘটনা তনয়ের জীবনটা এলোমেলো করে দিয়ে গেছে। তার বান্ধবী মীরার মৃত্যু এর কারণ।

এমন একটি সময় তনয়ের মায়ের এক আত্মীয় নীলা আসেন তাদের বাসায়।

তিনি খুঁজে বের করেন তনয়ের এই নীরবতার কারণ। চেষ্টায় থাকেন তনয়কে কি করে আবার আগের রূপে ফেরানো যায়!

তানিন রহমানের রচনায় এমনই গল্প নিয়ে নাজমুল হক বাপ্পী নির্মাণ করেছেন নাটক 'অপেক্ষা'। নাটকটিতে তনয় চরিত্রে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব। তার বিপরীতে রয়েছেন তানজিন তিশা ও জাহারা মিতু। আরও অভিনয় করেছেন মিলি বাশার, খায়রুল বাশার প্রমুখ।

এ প্রসঙ্গে মিতু বলেন, তারুণ্যনির্ভর গল্প। কনসেপ্টটাও সুন্দর। তৌসিফ ও তানজিন তিশার সঙ্গে কাজ করে মজা পেয়েছি। নাটকের পুরো টিম ছিলো দারুণ।  

নাটকটি প্রযোজনা করেছেন সুমি আক্তার। নাটকটিতে 'প্রেম আমার' শিরোনামের একটি গান রয়েছে। সুসমিতা বিশ্বাসের লেখায় সুর-সংগীত করেছেন এন জে নয়ন। গেয়েছেন সুমী ও নয়ন।

নির্মাতা সূত্রে জানা গেছে, শুক্রবার রাত ৯টা ৫ মিনিটে এনটিভিতে 'অপেক্ষা' প্রচার হবে।

বাংলাদেশ সময়: ১৬৩২ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১৮   
জেআইএম/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।