ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

কিংবদন্তি শাস্ত্রীয় সঙ্গীতশিল্পী অন্নপূর্ণা দেবী আর নেই

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫০ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৮
কিংবদন্তি শাস্ত্রীয় সঙ্গীতশিল্পী অন্নপূর্ণা দেবী আর নেই অন্নপূর্ণা দেবী

ঢাকা: চলে গেলেন হিন্দুস্থানি মার্গ সঙ্গীতের কিংবদন্তি শিল্পী অন্নপূর্ণা দেবী। শনিবার (১৩ অক্টোবর) ভোর ৩টা ৫১ মিনিটে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তার বয়স হয়েছিলো ৯১ বছর।

অন্নপূর্ণা দেবী ফাউন্ডেশনের একজন মুখপাত্র জানান, এই বিশিষ্ট সঙ্গীতশিল্পী বেশ কয়েক বছর ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।

১৯২৭ সালে মধ্যপ্রদেশের মাইহার শহরে অন্নপূর্ণা দেবী জন্মগ্রহণ করেন।

তারা বাবা সঙ্গীতজ্ঞ ওস্তাদ আলাউদ্দিন খাঁ ও মা মদিনা বেগম। তার ভাই ওস্তাদ আলি আকবর খাঁ। তিনি চার সন্তানের জননী ছিলেন।

অন্নপূর্ণা দেবীর প্রথম স্বামী ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সেতার বাদক পণ্ডিত রবিশঙ্কর। তার সঙ্গে বিচ্ছেদের পর অন্নপূর্ণা ব্যবসায়ী রোশিকুমার পান্ডের সঙ্গে ঘর বাঁধেন।

অন্নপূর্ণা দেবী মূলত সুরবাহার বাজাতেন। অসামান্য প্রতিভার জন্য তিনি ভারতের পদ্মভূষণ পুরস্কার পেয়েছেন। তার মৃত্যুতে ভারতীয় ধ্রুপদী সঙ্গীত জগতে শোকের ছায়া নেমে এসেছে।

তার মৃত্যুতে টুইটবার্তায় শোক প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখমন্ত্রী মমতা ব্যানার্জি।

বাংলাদেশ সময়: ১৩৪৯ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৮
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।