ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

তিনি যেখানেই যেতেন গিটার কিনতেন: এন্ড্রু কিশোর 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৯ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৮
তিনি যেখানেই যেতেন গিটার কিনতেন: এন্ড্রু কিশোর 

কিংবদন্তি সংগীতশিল্পী আইয়ুব বাচ্চুর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে দেশের সংগীতাঙ্গনে। বৃহস্পতিবার (১৮ অক্টোবর) বাসায় অসুস্থ হয়ে পড়ার পর তাকে স্কয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খবর শুনেই স্কয়ার হাসপাতালে ছুটে আসেন দেশের আরেক কিংবদন্তি সংগীতশিল্পী এন্ড্রু কিশোর। হাসপাতালে এসে তিনি কান্নায় ভেঙে পড়েন।

আইয়ুব বাচ্চুকে নিয়ে স্মৃতিচারণ করে বহু জনপ্রিয় গানের এ গায়ক বাংলানিউজকে বলেন, ‘বাচ্চুকে হারানোর ক্ষতি কখনো পূরণ হবে না। সংগীতের সব শাখায় তার পদচারণা ছিলো। ’ 

‘আমরা যখন কেউ এখনকার অবস্থানে ছিলাম না। তখন আমি, আইয়ুব বাচ্চু, হানিফ, তপন চৌধুরী, কুমার বিশ্বজিৎ একসঙ্গে আড্ডা দিতাম। বাচ্চু চট্টগ্রাম থেকে আসতো। আমরা দেখতাম সে শয়নে-স্বপনে গিটার ছাড়া কিছুই ভাবতো না। ’

আইয়ুব বাচ্চুর সংগীতাঙ্গনের এ সহকর্মী বলেন, ‘বহুদিন দেশের বাইরে একসঙ্গে শো করতে গিয়েছি। তখন আমরা টাকা নিয়ে ফিরতাম। কিন্তু সে ওই টাকার সঙ্গে নিজ থেকে কিছু টাকা ভরে গিটার কিনতো। যেখানেই যেতেন গিটার কিনতেন। তার সংগ্রহে অসংখ্য গিটার আছে। ’

এন্ড্রু কিশোরের মতে, আইয়ুব বাচ্চুর মতো গিটারপ্রেমী পৃথিবীতে আর কেউ আছে বলে তার জানা নাই।

তিনি নতুন প্রজন্মের কাছে প্রতি আহ্বান জানান, যেন তারা আইয়ুব বাচ্চুর শিক্ষা ও আদর্শকে পুঁজি করে সংগীতাঙ্গনকে এগিয়ে নিয়ে যান।

বাংলাদেশ সময়: ১৫৩২ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৮ 
জেআইএম/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।