ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

ছাড়পত্র পেয়েছে ‘মিস্টার বাংলাদেশ’, মুক্তি নভেম্বরে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৮ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৮
ছাড়পত্র পেয়েছে ‘মিস্টার বাংলাদেশ’, মুক্তি নভেম্বরে ‘মিস্টার বাংলাদেশ’র একটি গানের দৃশ্যে খিজির হায়াত খান ও শানারেই দেবী শানু

মুক্তি পেতে যাচ্ছে জঙ্গি ও সন্ত্রাস বিরোধী গল্প নিয়ে নির্মিত সিনেমা ‘মিস্টার বাংলাদেশ’। সম্প্রতি সিনেমাটি সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে।

আবু আক্তারুল ইমান পরিচালিত সিনেমা ‘মিস্টার বাংলাদেশ’ গত বৃহস্পতিবার (১৮ অক্টোবর) বিনা কর্তনে সেন্সর ছাড়পত্র পায়। আগামী নভেম্বর মাসের যেকোনো শুক্রবার সারাদেশে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলে নির্মাতা সূত্রে জানা গেছে।

সিনেমাটির প্রযোজক ও নায়ক খিজির হায়াত খান বাংলানিউজকে বলেন, বিনা কর্তনে ছাড়পত্র পাওয়াতে আমি অনেক আনন্দিত। আসা করছি আগামী নভেম্বর মাসে ‘মিস্টার বাংলাদেশ’ মুক্তি দিতে পারব। তবে নির্দিষ্ট তারিখটি জানাবো সপ্তাহখানেক পর।

নির্মাতা আবু আক্তারুল ইমান বলেন, আনকাট সেন্সর পাওয়ার পর আমি আনন্দে কিচ্ছুক্ষণের জন্য চুপ হয়ে গিয়েছিলাম। কারণ এটি আমার প্রথম সিনেমা। তাই ভালোবাসাটা অনেক বেশি।

দেশে ঘটে যাওয়া একাধিক আলোচিত জঙ্গি হামলার ঘটনাকে কেন্দ্র করে ‘মিস্টার বাংলাদেশ’র গল্প তৈরি করা হয়েছে। সিনেমাটির কাহিনী ও চিত্রনাট্য যৌথভাবে লিখেছেন খিজির হায়াত খান ও হাসনাত পিয়াস।

কেএইচকে প্রোডাকশনের ব্যানারে নির্মিত সিনেমাটির মধ্য দিয়েই প্রথমবার বড় পর্দায় আসছেন অভিনেত্রী শানারেই দেবী শানু। এছাড়াও আরও অভিনয় করেছেন টাইগার রবি, শাহরিয়ার সজিব, শামীম হাসান সরকার, মেরিয়ান প্রমুখ।

গত বছরের শেষের দিকে ‘মিস্টার বাংলাদেশ’র শুটিং শুরু হয়ে ফেব্রুয়ারিতে ক্যামেরা বন্ধ হয়। ঢাকা, কক্সবাজারসহ একাধিক লোকেশনে ফেব্রুয়ারির শুরুর দিকে সিনেমাটির দৃশ্যায়ন হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৫৬ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৮
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।