ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

ডেঙ্গু আক্রান্ত পূর্ণিমা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৪৩ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৮
ডেঙ্গু আক্রান্ত পূর্ণিমা দিলারা হানিফ পূর্ণিমা। ছবি: বাংলানিউজ

জনপ্রিয় চিত্রনায়িকা ও উপস্থাপিকা দিলারা হানিফ পূর্ণিমা গুরুত্বর অসুস্থ। তিনি ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। যার কারণে তাকে থাকতে হয়েছে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউতে)।

বুধবার (২৪ অক্টোবর) রাতে ফেসবুকে বিষয়টি জানিয়ে একটি পোস্ট দিয়েছেন পূর্ণিমার স্বামী আহমেদ ফাহাদ জামাল।  

তিনি ফেসবুকে লেখেন, পূর্ণিমা ডেঙ্গুতে আক্রান্ত।

তিনি গত দুইদিন আইসিইউতে ছিলেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাকে কমপক্ষে দুই সপ্তাহ পুরোপুরি বিশ্রামে থাকতে হবে। সবাই তার জন্য দোয়া করবেন।

এদিকে ফাহাদ বাংলানিউজকে জানান, আগের চেয়ে পূর্ণিমার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তার অবস্থা এখন ভালোর দিকে।

১৯৯৮ সালে জাকির হোসেন রাজু পরিচালিত চিত্রনায়ক রিয়াজের বিপরীতে ‘এই জীবন তোমার আমার’ চলচ্চিত্রের মধ্যদিয়ে বড় পর্দায় অভিষেক ঘটে পূর্ণিমার।  কাজী হায়াতের ‘ওর আমাকে ভালো হতে দিলোনা’ সিনেমায় অভিনয় করে পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

বর্তমানে ‘জ্যাম’ ও ‘গাঙচিল’ নামের দুইটি সিনেমায় অভিনয় করছেন পূর্ণিমা।

বাংলাদেশ সময়: ০১৩১ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৮
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।