ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

'জ্যাম' সিনেমায় ফজলুর রহমান বাবু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৯ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৮
'জ্যাম' সিনেমায় ফজলুর রহমান বাবু ফজলুর রহমান বাবু/ফাইল ফটো

প্রয়াত চিত্রনায়ক মান্নার প্রযোজনা সংস্থা কৃতাঞ্জলী চলচ্চিত্র থেকে নির্মিত হচ্ছে নতুন সিনেমা ‘জ্যাম’। পরিচালনা করছেন নঈম ইমতিয়াজ নেয়ামূল। সিনেমাটিতে জুটি বেঁধে অভিনয় করবেন আরিফিন শুভ ও পূর্ণিমা।

কয়েকমাস আগেই সবকিছুর ঘোষণা দেওয়া হয়। সম্প্রতি সিনেমাটিতে অভিনয়ের জন্য চূড়ান্ত হয়েছেন নন্দিত অভিনেতা ফজলুর রহমান বাবু।

'জ্যাম'র গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা যাবে তাকে।

এ প্রসঙ্গে পরিচালক নেয়ামূল বাংলানিউজকে বলেন, বেশ ভালোভাবেই 'জ্যাম'র প্রি-প্রোডাকশনের কাজ এগোচ্ছে। আশা করছি ডিসেম্বরে ১ তারিখ থেকে শুটিং শুরু করতে পারবো। বেশকিছু গুরুত্বপূর্ণ চরিত্রে শিল্পী নির্বাচন বাকি ছিল। তা এখন করছি।

‘বাবু ভাই গুণী একজন অভিনেতা। তিনি 'জ্যাম'র একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন। তার সঙ্গে কথা চূড়ান্ত। এক-দু’দিনের মধ্যে তিনি ঢাকা ফিরলে কাগজে কলমে চুক্তিবদ্ধ হবেন। এতে তাকে আইনজীবীর চরিত্রে দেখা যাবে', যোগ করেন এই নির্মাতা।

প্রয়াত বিশিষ্ট সাংবাদিক আহমেদ জামান চৌধুরীর মূল ভাবনায় সিনেমাটির কাহিনী বিন্যাস করেছেন শেলী মান্না।  

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৮
জেআইএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।