ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

‘রক এন রোলে’ মাতলেন হাজারো তরুণ-তরুণী

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০৭ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৮
‘রক এন রোলে’ মাতলেন হাজারো তরুণ-তরুণী অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করছে একটি ব্যান্ডদল

ঢাকা: রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে ‘রক এন রোল’ কনসার্টে মাতলেন হাজারো তরুণ-তরুণী।

শুক্রবার (৯ নভেম্বর) বিকেলে শুরু হয়ে রাত পর্যন্ত গানে গানে মেতে উঠেছিলো তারুণ্য।

রাজধানীর বসুন্ধরা কনভেশন সেন্টারে এই কনসার্টের আয়োজন করে ব্লু ফক্স এন্টারটেইনমেন্ট।

কনসার্টের স্পন্সর ছিলো ইগলু আইসক্রিম।

জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়। অনুষ্ঠানে একে একে ওয়ারফেজ, অর্থহীন, নেমেসিস, ইকো, ট্রেইনি ইরিক, সেভাগ্যারি প্রভৃতি দল গান পরিবেশন করে তরুণ-তরুণীদের মাতিয়ে রাখে।

অনুষ্ঠানের শুরুতেই সদ্য প্রয়াত সঙ্গীত লিজেন্ড আইয়ুব বাচ্চুর স্মরণে ৩০ সেকেন্ড নিরবতা পালন করা হয়। একই সঙ্গে আইয়ুব বাচ্চুর স্মরণে  ‘ঘুমন্ত শহরে’ শিরোনামে তার গানটি পরিবেশিত হয়।  

অনুষ্ঠানের আয়োজকরা জানান, ব্লু ফক্স নিয়মিতভাবে কনসার্টের আয়োজন করে আসছে। তারই ধারাবাহিতকায় বসুন্ধরা কনভেনশন সেন্টারে এ আয়োজন। আগামী দিনেও এ ধরনের কনসার্ট আরো আয়োজন করা হবে বলেও জানান তারা।

বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৮ 
টিআর/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।