এরইমধ্যে প্রিয়াঙ্কার মুম্বাইয়ের বাড়ি হয়ে উঠেছে আলো ঝলমলে। পুরো বাড়ি সাজানো হয়েছে বর্ণিল সাজে।
বৃহস্পতিবার যোধপুরের মেহরানগর দুর্গে হবে প্রিয়াঙ্কা-নিক’র মেহেদি ও সঙ্গীতের অনুষ্ঠান। শনিবার (১ ডিসেম্বর) হবে গায়ে হলুদের অনুষ্ঠান। রোববার (২ ডিসেম্বর) হিন্দু রীতিতে প্রিয়াঙ্কা-নিকের বিয়ে হবে। এরপর সোমবার (৩ ডিসেম্বর) খ্রিস্টান রীতিতে বিয়ে করবেন এই তারকা জুটি।
বিয়েতে তাদের দুই পরিবারের সদস্যরা ছাড়াও ঘনিষ্ঠ বন্ধু ও আত্মীয়-স্বজনরা উপস্থিত থাকবেন। অতিথির সংখ্যা সবমিলিয়ে ১১০ জন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও বিয়েতে উপস্থিত হবেন বলে গুঞ্জন শোনা যাচ্ছে।
যোধপুরে বিয়ে শেষে মুম্বাইয়ে অনুষ্ঠিত হবে বিবাহোত্তর সংবর্ধনা। তবে এর তারিখ এখনও জানা যায়নি।
জানা গেছে, যোধপুর বিমানবন্দর থেকে উমেদ প্যালেসে যাওয়া ও ফেরার জন্য হেলিকপ্টার বুক করেছেন প্রিয়াঙ্কা-নিক। একই হেলিকপ্টারে কয়েকজন আমন্ত্রিত অতিথিকেও বিমানবন্দর থেকে উমেদ প্যালেসে নিয়ে যাওয়া হবে। প্রতিদিন পাঁচ–ছয়বার হেলিকপ্টারটি বিমানবন্দর থেকে উমেদ প্যালেসে যাওয়া–আসা করবে।
ফটোসাংবাদিকদের নজর এড়াতেই এমনটা করা হবে বলে ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫১৭ ঘণ্টা, ২৭ নভেম্বর, ২০১৮
ওএফবি/আরআর