ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

নাটকের গানে কণ্ঠ দিলেন কোনাল

নিউজরুম এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৬ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১৮
নাটকের গানে কণ্ঠ দিলেন কোনাল সোমনূর মনির কোনাল

শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী সোমনূর মনির কোনাল ‘আমি বকুলপুরের রানী’ শিরোনামের একটি গানে কণ্ঠ দিলেন। রোরবার (০২ ডিসেম্বর) কাইসার আহমেদ পরিচালিত একটি নাটকের জন্য গানটি গেয়েছেন তিনি।

গানটির সুর ও সঙ্গীতায়োজন করছেন ইমন সাহা। ‘আমি বকুলপুরের রানী/ঝলক দিতে জানি’- এমন কথার গানটি লিখেছেন আশিক বন্ধু।

গানটি প্রসঙ্গে ইমন সাহা বাংলানিউজকে বলেন, যাত্রাপালার উপর নির্মিত একটি নাটকের জন্য গানটি তৈরি করছি। সুর-সঙ্গীত তৈরির পর মনে হয়েছে, গানটি কোনালের কণ্ঠে ভালো যাবে। গানটি খুব ভালো হয়েছে। নাটকের আবহে গানটিতে ভিন্নমাত্রা যোগ করবে।

গানটিতে কণ্ঠ দেওয়ার আগে কোনাল বাংলানিউজকে বলেন, ইমন দাদা গানের জন্য ডাকলেন, কার গান? কি গান? কিছুই জানতে চাই না। কারণ ওনার সঙ্গে কাজ করাটা যে কারো জন্যই একটা বিশেষ ব্যাপার। আর আমার জন্য আশীর্বাদ। আমার সৌভাগ্য যে, ইমন দাদার হাত ধরে আমার প্লেব্যাক যাত্রা হয়। ‘বকুলপুরের রাণী’ গানটিও বেশ ভালো হবে।

এদিকে সম্প্রতি কোনালের নতুন গান ‘ঘর পালানোর গান’ ইউটিউবে প্রকাশিত হয়েছে। গানটির কথা, সুর ও সঙ্গীত করেছেন রাজিব।

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১৮
ওএফবি/জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।