ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

অস্কারের ৯১তম আসর উপস্থাপনা করবেন কেভিন হার্ট

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০০ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১৮
অস্কারের ৯১তম আসর উপস্থাপনা করবেন কেভিন হার্ট কেভিন হার্ট

আগামী বছর ২৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্ব চলচ্চিত্র শিল্পের সবচেয়ে মর্যাদাসম্পন্ন পুরস্কার অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) ৯১তম আসর।

এবারের আসরটি উপস্থাপনা করবেন মার্কিন কমেডি অভিনেতা ও প্রযোজক কেভিন হার্ট। ‘রাইড অ্যালং’খ্যাত এই অভিনেতা খবরটি নিজেই ইনস্টাগ্রামে জানিয়েছেন।

নিজের অনুভূতি প্রকাশ করে তিনি লেখেন, এবার আমি অস্কারের বিশেষ কিছু করতে যাচ্ছি। আমাকে চমৎকার এই সুযোগের দেওয়ার জন্য অ্যাকাডেমিকে ধন্যবাদ।

কেভিন হার্ট প্রথমবারের মতো অস্কারের অনুষ্ঠান উপস্থাপনা করবেন।

গত আসর উপস্থাপনা করেছিলেন মার্কিন টক শো সঞ্চালক জিমি কিমেল। তিনি কেভিনকে শুভেচ্ছা জানিয়ে বলেন, অভিনন্দন। অ্যাকাডেমির পছন্দটি চমৎকার।

প্রথমবারের মতো অস্কারের অনুষ্ঠান আয়োজন করার দায়িত্ব পেয়েছেন ডোনা গিগ্লিওটি ও গ্লেন ওয়েইস।

গত দুই বছর ধরে জিমি কিমেল অস্কার উপস্থাপনা করেন। আয়োজনে ছিলেন মাইকেল দে লুকা ও জেনিফার টড।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১৮
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।