ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

শনিবার থেকে ‘ডি-টুয়েন্টি’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৩ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১৮
শনিবার থেকে ‘ডি-টুয়েন্টি’ ‘ডি-টুয়েন্টি’ নাটকের একটি দৃশ্যে চঞ্চল, প্রাণ ও আরফান

সরকারি কর্মচারীদের আবাসিক কলোনির ডি ক্যাটাগরির দালানের একটি ফ্ল্যাট নম্বর ‘ডি-টুয়েন্টি’। ফ্ল্যাটটি বর্তমানে মূলত একটি মেস।

কোয়ার্টারটি যার নামে বরাদ্দ  তার পরিবারে লোক সংখ্যা বেশি হওয়ার কারণে সাবলেট দিয়ে বাইরে বসবাস করেন। ফ্ল্যাটটিতে বেশকিছু মানুষ গাদাগাদি করে বাস করে।

বিভিন্ন সময় তাদের মধ্যে ঘটা নানা ঘটনা নিয়ে নির্মিত হয়েছে ধারাবাহিক নাটক ‘ডি-টুয়েন্টি’।

বৃন্দাবন দাসের রচনায় নাটকটি পরিচালনা করেছেন সাগর জাহান।

ধারাবাহিকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, আনিকা কবির শখ, ফজলুর রহমান বাবু, শাহনাজ খুশি, প্রাণ রায়, আরফান আহমেদ, এ কে আজাদ, জামিল প্রমুখ।

শনিবার (০৮ ডিসেম্বর) থেকে প্রতি শুক্র, শনি ও রোববার রাত ৯টা ২০ মিনিটে আরটিভিতে ‘ডি-টুয়েন্টি’ নাটকটি প্রচার হবে।

বাংলাদেশ সময়: ২০৫৩ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৮
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।