ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

ভূমিকম্প সচেতনতামূলক নাটকে তানভীর

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪৮ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১৮
ভূমিকম্প সচেতনতামূলক নাটকে তানভীর ‘নাইন পয়েন্ট ফাইভ’র অভিনয় শিল্পীরা

ভূমিকম্প ঝুঁকিতে আছে বাংলাদেশ। দেশের বিভিন্ন অঞ্চলে প্রায়ই ভূমিকম্প আঘাত হানার খবর শোনা যায়।

অনেক সময় ভূমিকম্পে আতঙ্কিত হয়ে ছোটাছুটির করে অসাবধানতা বসত অনেকের আহত ও নিহত হওয়ার খবরও পাওয়া যায়।

আর তাই জনসাধারণের মাঝে ভূমিকম্প নিয়ে সাবধানতা ও সচেতনতা বাড়াতে নির্মিত হয়েছে নাটক ‘নাইন পয়েন্ট ফাইভ’।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ও সিডস এশিয়ার যৌথ উদ্যোগে নাটকটি নির্মাণ করেছেন শুভাশিস রায়।

গত কয়েকদিন ধরে ঢাকার বিভিন্ন লোকেশনে এর শুটিং হচ্ছে। ভূমিকম্প সচেতনতায় এই নাটকে প্রধান চরিত্রে অভিনয় করছেন গোলাম কিবরিয়া তানভীর। আরও রয়েছে সুমন পাটোয়ারী, পুতুল এবং কয়েকজন জাপানী নাগরিক।

নাটকটি প্রসঙ্গে তানভীর বলেন, কাজটি অনেক তথ্যবহুল। এটি দেখে মানুষ ভূমিকম্পের ট্রেনিং সম্পর্কে জানতে পারবেন। পুরোপুরি অভিনয় ও নাটকীয়তার মাধ্যমে ভূমিকম্প নিয়ে সচেতনতা সৃষ্টিই এর মূল উদ্দেশ্য।

গল্পে দেখা যাবে, জাপান থেকে ১২ পর একজন ছেলে দেশে আসে। যখন ছেলেটা জাপানে ছিল সেখানে একটি ঘটনায় সে আহত হয়। দেশে ফিরে সে তার বন্ধুর অফিসে ক্যারাম খেলার সময় বাল্বের দিকে দেখে জাপানের ওই ঘটনা মনে করে। এতে করে আবার হতাশ হয়। এরপর ঘটে নানা ঘটনা।

খুব শিগগিরই বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) নাটকটি প্রচার হবে। এছাড়া দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প সচেতনতার জন্য এই নাটকটি দেখানো হবে।

বাংলাদেশ সময়: ২১৪৮ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৮
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।