ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

বিনোদন

'বিগ বস ১২' জিতলেন দীপিকা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৭ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৮
'বিগ বস ১২' জিতলেন দীপিকা 'বিগ বস'র মঞ্চে কথা বলছেন দীপিকা কাকর

ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় রিয়্যালিটি শো ‘বিগ বস’র ১২তম আসরের বিজয়ী হলেন ৩২ বছর বয়সী অভিনেত্রী দীপিকা কাকর। 

রোববার (৩০ ডিসেম্বর) রাতে চূড়ান্ত পর্বে তার নাম ঘোষণা করেন সালমান খান। তিনি দীপিকার হাতে তুলে দেন চ্যাম্পিয়নের ট্রফি ও ৩০ লাখ রুপি।

 

এবার দ্বিতীয় হয়েছেন শ্রীশান্ত। তারা দু’জন ছাড়াও সেরা পাঁচে ছিলেন রোমিল চৌধুরী, করণবীর বোহরা ও দীপক ঠাকুর। চূড়ান্ত পর্ব থেকে বেরিয়ে গিয়ে ২০লাখ রুপি পান দীপক।  ট্রফি হাতে দীপিকা কাকরপ্রতি বছরের মতোই সালমান খান এবারও প্রতিযোগীদের সঙ্গে নাচ-গানে সকলকে মুগ্ধ করেছেন। এছাড়াও শো’য়ে উপস্থিত ছিলেন কমেডিয়ান ভারতী। তিনি হাসি ঠাট্টায় সকলকে মাতিয়ে রাখেন।

চলতি বছর সেপ্টেম্বর মাসে ‘বিগ বস ১২’ শুরু হয়। ১০৫ দিন বিগ বসের বাড়িতে ছিলেন প্রতিযোগীরা।

এর আগে ‘বিগ বস ১১’ জিতেছিলেন শিল্পা শিন্ডে।

বাংলাদেশ সময়: ১৪০৭ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৮
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।