ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

উত্তরাধিকার সূত্রে বলিউডে, জাহ্নবীর জবাব

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩০ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০১৯
উত্তরাধিকার সূত্রে বলিউডে, জাহ্নবীর জবাব জাহ্নবী কাপুর/ছবি: সংগৃহীত

উত্তরাধিকার সূত্রে বলিউডে আসা তারকাদের নিয়ে প্রায়ই গুঞ্জন শোনা যায়। বিভিন্ন সময়ে এর পক্ষে-বিপক্ষে দুই ধরনের অভিমত দিয়েছেন বলিউড সমালোচকেরা।

পক্ষের লোকদের ধারণা তারা জন্মগত-পারিবারিকভাবে শিল্পী। এজন্য তাদের থেকে সহজেই ভালো কিছু প্রত্যাশ করা যায়।

বিপক্ষের ধারণা- পারিবারিক কিংবা স্বজনপ্রীতির কারণে চেষ্টা আর শ্রম ছাড়াই বলিউডে প্রতিষ্ঠা পাচ্ছেন তারা। মানে জায়গা পাকাপোক্ত করে নেওয়ার সুযোগ পাচ্ছেন। সম্প্রতি জাহ্নবী কাপুরকে নিয়েও এমন গুঞ্জন শোনা যাচ্ছে।

আর এ নিয়ে মুখ খুললেন শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর। এ প্রসঙ্গে তিনি বলেন, আমি নেপোটিজমের (উত্তরাধিকার-পারিবারিক সূত্র) বিরোধিতা করতে পারবো না। কারণ আমি এরই অংশবিশেষ।

রাজীব মসন্দের ‘দ্য  নিউ কামারস্ রাউন্ড টেবল’র প্রোমো প্রকাশনার উৎসবে এসে স্পষ্টভাবেই এই অভিব্যক্তি প্রকাশ করেন জানভি।  

জাহ্নবী কাপুর বর্তমানে করণ জোহরের ‘তখন’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত রয়েছেন।

বাংলাদেশ সময়: ০৩২৮ ঘণ্টা,  জানুয়ারি ০৫, ২০১৯
ওএফবি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।