ঢাকা, রবিবার, ২১ পৌষ ১৪৩১, ০৫ জানুয়ারি ২০২৫, ০৪ রজব ১৪৪৬

বিনোদন

ক্যান্সার আক্রান্ত ঋত্বিকের বাবা রাকেশ রোশন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৪ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৯
ক্যান্সার আক্রান্ত ঋত্বিকের বাবা রাকেশ রোশন ছেলে ঋত্বিক রোশনের সঙ্গে রাকেশ রোশন

বলিউড নির্মাতা ও অভিনেতা রাকেশ রোশন ক্যান্সারে আক্রান্ত। তার গলায় প্রাথমিক অবস্থাতে ক্যান্সার ধরা পড়াতে অস্ত্রোপচার করা হচ্ছে।

রাকেশ রোশনের ক্যান্সার আক্রান্ত হওয়ার বিষয়টি জানান তার ছেলে জনপ্রিয় অভিনেতা ঋত্বিক রোশন।

মঙ্গলবার (০৮ জানুয়ারি) ইনস্টাগ্রামে রাকেশ রোশনের সঙ্গে জিম করার সময় তোলা একটি ছবি পোস্ট করে ঋত্বিক লেখেন, সকালে বাবাকে জিজ্ঞেস করেই ছবিটি তোলা।

আমি জানতাম তিনি অস্ত্রোপচারের দিনেও জিম মিস করবেন না। আমার দেখা সবচেয়ে শক্তি মনের একজন মানুষ তিনি। কয়েক সপ্তাহ আগে বাবার গলায় প্রাথমিক পর্যায়ের স্ক্যামাস সেল কার্সিনোমা ক্যান্সার ধরা পড়েছে। তবে বাবা ক্যান্সারের সঙ্গে লড়তে পুরোপুরি প্রস্তুত। পরিবারে এমন একজন যোদ্ধা পাওয়া সত্যিই আশীর্বাদ৷

রাকেশ রোশন পরিচালনা করেছেন ‘মিল গ্যায়া’, ‘কাহো না পেয়ার হ্যায়’, ‘করণ অর্জুন’র মতো সিনেমা। এছাড়া ‘খুবসুরত’, ‘খেল খেল ম্যায়’সহ বেশকিছু সিনেমাতে তিনি অভিনয়ও করেছেন।

বাংলাদেশ সময়: ১৪৪৩ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৯
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।