জুনায়েদ হোসেন-ওয়াহিদুজ্জামান সবুজের রচনায় ফিরোজ কবীর ডলারের পরিচালনায় এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন তানভীর।
ধারাবাহিকটি প্রসঙ্গে তানভীর বলেন, একজন ব্যর্থ প্রেমিকের গল্প, পিতার মতাদর্শের বাইরে গিয়ে বখে যাওয়া ছেলের গল্প নিয়ে ‘খলনায়ক’ নির্মিত।
তিনি আরও জানান, খলনায়ক নামটি নেতিবাচক হলেও এখানে প্রেমকাহিনীর গল্প রয়েছে। আমাদের চারপাশের প্রতিটি সম্পর্ককে গুরুত্ব দিয়ে ধারাবহিকটিতে তুলে ধরা হয়েছে।
তানভীর ছাড়াও ‘খলনায়ক’-এ আরও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, ঈশানা খান, সানজিদা তন্ময়, শিল্পী সরকার অপু, লায়লা হাসান, আল মামুন, রোদেলা, নিকি প্রমুখ। ধারাবাহিক নাটকটি শনি থেকে বৃহস্পতিবার প্রতিদিন সন্ধ্যা ৬টায় দীপ্ত টিভিতে প্রচার হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৬৪৯ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৯
জেআইএম