ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

শানুর প্রথম উপন্যাস ‘একলা আকাশ’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৩ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৯
শানুর প্রথম উপন্যাস ‘একলা আকাশ’

অভিনয়ের পাশাপাশি লেখালেখিতেও বেশ মনোযোগী অভিনেত্রী শানারেই দেবী শানু। ২০১৭ সালের বই মেলায় তার প্রথম কবিতার বই ‘নীল ফড়িং কাব্য’ প্রকাশ পায়। এখন পর্যন্ত শানু চারটি কবিতার বই প্রকাশ করলেও এবার হাজির হচ্ছেন উপন্যাস নিয়ে।

আসন্ন অমর একুশে গ্রন্থমেলায় ‘মিস্টার বাংলাদেশ’খ্যাত এই তারকা প্রকাশ করতে যাচ্ছেন তার প্রথম উপন্যাস ‘একলা আকাশ’।

এ প্রসঙ্গে শানু বাংলানিউজকে বলেন, লেখালেখি আমার প্রাণ।

এই অভ্যাসটা আমি বাবার কাছ থেকে পেয়েছি। শত ব্যস্ততার মাঝে আমি লেখালেখির সময় ঠিকই বের করে ফেলি।

‘এতদিন কবিতার বই প্রকাশ করলেও এবারই প্রথম পাঠকদের জন্য উপন্যাস প্রকাশ করতে যাচ্ছি। বইটি শহরে বেড়ে উঠা নীরা নামের এক স্মৃতিভ্রষ্ট রমণীর ভালোবাসা নিয়ে লেখা। এই উপন্যাসটি ছাড়াও এবারও একটি শিশুতোষ কবিতার বই প্রকাশ পাওয়ার সম্ভাবনা রয়েছে’, যোগ করেন তিনি।

‘একলা আকাশ’ বইটি প্রকাশ করছে তাম্রলিপি প্রকাশনী। কবিতার বইটি প্রকাশ করবে অনন্য প্রকাশনী।

দীর্ঘদিন ছোট পর্দায় অভিনয় করার পর গত বছর আবু আকতারুল ইমান পরিচালিত ‘মিস্টার বাংলাদেশ’ সিনেমার মধ্য দিয়ে বড় পর্দায় শানুর অভিষেক ঘটে। সিনেমাটিতে তার অভিনয় প্রশংসিত হয়।

বাংলাদেশ সময়: ১৮৪২ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৯
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।