ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

বিনোদন

সালমান খানের ‘দাবাং থ্রি’তে কারিনা কাপুর!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৯
সালমান খানের ‘দাবাং থ্রি’তে কারিনা কাপুর! কারিনা কাপুর খান ও সালমান খান

মার্চে শুরু হতে যাচ্ছে বলিউডের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি ‘দাবাং’র তৃতীয় কিস্তি। আগের পর্বগুলোর মতো এতেও অভিনয় করছেন সালমান খান ও সোনাক্ষী সিনহা।

এদিকে শোনা যাচ্ছে, সিনেমাটির আইটেম গানে পারফর্ম করতে যাচ্ছেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান। এর আগে ‘দাবাং টু’তে কারিনাকে ‘ফেবিকল সে’ গানের সঙ্গে নাচতে দেখা যায়।

২০১৬ সালে মা হওয়ার পর গত বছর ‘ভীর দি ওয়েডিং’ সিনেমা দিয়ে বড় পর্দায় ফেরেন কারিনা। সিনেমাটিতে তার অভিনয় প্রশংসিত হয়। ‘দাবাং থ্রি’ দিয়ে আবারও পর্দা মাতাবেন যাচ্ছেন তিনি।

এরই মধ্যে গানটিতে পারফর্ম করার জন্য কারিনাকে প্রস্তাব দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে এই অভিনেত্রী নাকি সম্মতি জানিয়েছেন।

সূত্র বলছে, ‘দাবাং’ সিনেমার ‘মুন্নি বদনাম হুই’ ছিলো দারুণ জনপ্রিয়, তাছাড়া ‘দাবাং টু’র ‘ফেবিকল সে’ গানটিও বেশ সাড়া ফেলে। তাই ধারাবাহিকতা ধরে রাখতে নতুন সিনেমাতেও কারিনাকে রাখা হচ্ছে।

২০২০ সালের ঈদে ‘দাবাং থ্রি’ মুক্তি পাবে।

বাংলাদেশ সময়: ১৪৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৯
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।