ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

বলিউড অভিনেতা মহেশ আনন্দ আর নেই

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৯
বলিউড অভিনেতা মহেশ আনন্দ আর নেই মহেশ আনন্দ

বলিউড খল অভিনেতা মহেশ আনন্দ আর নেই। শনিবার (৯ ফেব্রুয়ারি) মুম্বাইয়ের নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫৭ বছর।

মহেশ আনন্দের মৃত্যুর কারণ এখনো জানা যায়নি। তবে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইতোমধ্যে মর্গে পাঠানো হয়েছে।

জানা গেছে, পচাগলায় অবস্থায় উদ্ধার হয়েছে তার মরদেহ। আনন্দের এই মৃত্যুর পেছনে লুকিয়ে আছে ঘোর রহস্য। আর এই রহস্যের পিছনের কারণ জানতে তদন্তে নেমেছে পুলিশ।

অবশ্য তার আত্মহত্যার বিষয়টিও পুলিশ উড়িয়ে দিচ্ছেন না। যদিও কোনো সুইসাইড নোটও পাওয়া যায়নি।  

আনন্দের পচাগলা দেহটি পশ্চিম আন্ধেরিতে ইয়ারি রোডের তার বাসভবন থেকেই উদ্ধার করা হয়। তার মৃতদেহ ময়নাতদন্তের জন্য নিকটবর্তী কুপার হাসপাতালে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছেন।

পুলিশ জানিয়েছেন, আনন্দের মদ্যপানের সমস্যা ছিলো প্রকট। স্ত্রী মস্কোতে থাকায় তিনি বাসায় একাই থাকতেন।

চিকিৎসকেরা জানিয়েছেন, ময়নাতদন্তের পরই জানা যাবে আনন্দের মৃত্যুর পেছনের আসল গল্প।

এদিকে গত মাসে মুক্তি পেয়েছে গোবিন্দার সিনেমা ‘রঙ্গিলা রাজা'। এতে সর্বশেষ দেখা গিয়েছে মহেশ আনন্দকে।

মহেশ আনন্দ ‘শাহেনশাহ', ‘স্বর্গ’, ‘কুরুক্ষেত্র’ এবং ‘বিজেতা’র মতো বেশ কয়েকটি সফল সিনেমায় অভিনয় করেছেন। এছাড়া- অমিতাভ বচ্চন, ধর্মেন্দ্র, গোবিন্দ এবং সঞ্জয় দত্তের মতো শীর্ষ বলিউড তারকাদের সঙ্গেও একই পর্দায় কাজ করেছেন মহেশ আনন্দ।

বাংলাদেশ সময়: ১৩৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৯
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।