‘ফাগুন হাওয়ায়’
১৯৫২ সালের বাংলা ভাষা আন্দোলনের ইতিহাসের প্রেক্ষাপটে তৌকীর আহমেদ নির্মাণ করেছেন ‘ফাগুন হাওয়ায়’। টিটু রহমানের ছোট গল্প ‘বউ কথা কও’র অনুপ্রেরণায় সিনেমাটি নির্মিত হয়েছে।
দেশের ৫৩টি প্রেক্ষাগৃহে ‘ফাগুন হাওয়ায়’ মুক্তি পেয়েছে।
‘রাত্রির যাত্রী’
শুটিং শুরু হওয়ার প্রায় পাঁচ বছর পর মুক্তি পেলো হাবিবুল ইসলাম হাবিব পরিচালিত ‘রাত্রির যাত্রী’।
এতে জুটি বেঁধে অভিনয় করেছেন চিত্রনায়িকা মৌসুমী ও অভিনেতা আনিসুর রহমান মিলন। দেশের মোট ১৬টি প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পেয়েছে।
এর গল্পে দেখা যাবে, এক রাতে কমলাপুর রেলওয়ে স্টেশনে বিশেষ একজনের টানে ছুটে আসেন এক নারী। কিন্তু তার অপেক্ষা আর শেষ হয় না। ক্রমেই নানা জটিলতার মধ্যে পড়ে যান তিনি।
সিনেমাটিতে আরও অভিনয় করছেন এটিএম শামসুজ্জামান, রেবেকা, মারজুক রাসেল, সালাহউদ্দিন লাভলু, শহীদুল আলম সাচ্চু, অরুণা বিশ্বাস, সোনিয়া হোসেন, শিমুল খান প্রমুখ।
বাংলাদেশ সময়: ১১০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৯
জেআইএম