ঢাকা, বৃহস্পতিবার, ২৩ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

বিনোদন

রহস্যঘেরা শুভ-মিমের ‘সাপলুডু’র টিজার

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৯
রহস্যঘেরা শুভ-মিমের ‘সাপলুডু’র টিজার টিজারের একটি দৃশ্যে আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম

নির্মাতা গোলাম সোহরাব দোদুলের প্রথম সিনেমা ‘সাপলুডু’তে ফের জুটি বেঁধেছেন চিত্রনায়ক আরিফিন শুভ ও চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম।

মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) রাতে সিনেমাটির টিজার প্রকাশ পেলো সামাজিক যোগাযোগ মাধ্যমে। ১ মিনিট ৩০ সেকেন্ডের ফার্স্টলুক টিজারটি টানটান উত্তেজনায় ভরপুর।

এর প্রতিটি দৃশ্য জন্ম দিয়েছে রহস্যের।

অ্যাকশন থ্রিলার ধাঁচের সিনেমাটিতে আরও অভিনয় করেছেন তারিক আনাম খান, জাহিদ হাসান, সালাউদ্দিন লাভলু, শতাব্দী ওয়াদুদ, মারজুক রাসেল, সুষমা সরকার প্রমুখ।

গত বছরে ২৬ অক্টোবর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত ‘সাপলুডু’র শুটিং হয়েছে। বেঙ্গল মাল্টিমিডিয়া প্রযোজিত সিনেমাটি খুব শিগগিরই মুক্তি পাওয়ার কথা রয়েছে।

**'সাপলুডু'র টিজার

বাংলাদেশ সময়: ১৪৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৯
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।