শনিবার (২ মার্চ) সকাল সাড়ে ১০টায় সঙ্গীত পরিচালক জাহিদ বাশার পঙ্কজের মগবাজারের স্টুডিওতে ‘একদিন হারিয়ে যাবো’ শিরোনামের গানটিতে কণ্ঠ দেন হিন্দুশাস্ত্রীয় সঙ্গীতের গুণী এই শিল্পী।
গানটির কথা লিখেছেন আবুল কালাম আজাদ।
গানটি প্রসঙ্গে জামিউর রহমান লেমন বাংলানিউজকে বলেন, শুক্রবার (১ মার্চ) ডা. অরুপ রতন চৌধুরীর অ্যালবাম প্রকাশনা উৎসবে উপস্থিত হতে ঢাকায় আসেন শুক্লা দিদি। ওনি ঢাকা আসবেন খরবটি পেয়ে আমরা হুট করে গানটি দিদি দিয়ে করানোর সিদ্ধান্ত নিই। করেছিও তাই। গানটি কিভাবে ছাড়বো এ বিষয়ে এখনো কোনো পরিকল্পনা করিনি। তবে এর মিউজিক ভিডিও কিংবা প্রামাণ্যচিত্রে শুক্লা দিদির স্টুডিও গায়কী অংশটুকু থাকবে।
হৈমন্তী শুক্লা ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতা শহরের সুবিখ্যাত হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতশিল্পী পণ্ডিত হরিহর শুক্লার কন্যা। বাবার হাত ধরেই সঙ্গীতে যাত্রা করেন তিনি। পশ্চিমবঙ্গের অনেক সিনেমায় শ্রোতাপ্রিয় গান উপহার দিয়েছেন তিনি। গেয়েছেন বলিউডের বেশ কিছু সিনেমাতেও । এর মধ্যে তার ‘কহা সে আয়া বদরা’ গানটি বেশ জনপ্রিয়তা পায়।
বাংলাদেশ সময়: ১৮৪৩ ঘণ্টা, মার্চ০৩, ২০১৯
ওএফবি