গানটির কথা ও সুরারোপ করেছেন নয়ন রাজা। এতে কণ্ঠ দিয়েছেন আর জে নয়ন।
এ প্রসঙ্গে গীতিকবি নয়ন বলেন, বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণকে ৩০ অক্টোবর ২০১৭ সালে ঐতিহাসিক দলিল হিসেবে স্বীকৃতি দিয়েছে ইউনেসকো। ইউনেসকোর ওয়েবসাইটে দেওয়া একটি তালিকায় এ তথ্য প্রকাশ পায়। গানটির তখনই লিখেছিলাম। এখন আপাতত গানটি লিরিক্যাল ভিডিওতে প্রকাশ করেছি। সামনে এর মিউজিক্যাল ডকুমেন্টারি নির্মাণের ইচ্ছে আছে।
তিনি আরও জানান, বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল বাংলাদেশ হবে প্রাচ্যের সুইজারল্যান্ড। এই বিষয়টিই গানটির বিষয়বস্তু। গানটি সকলের কাছে ভালো লাগবে বলেও জানান তিনি।
গানটি বুধবার (৬ মার্চ) লিরিক্যাল ভিডিওতে প্রকাশ করেছে দেশের শীর্ষস্থানীয় সঙ্গীত প্রযোজনা প্রতিষ্ঠান জি-সিরিজ।
ভিডিও:
বাংলাদেশ সময়: ১৪৫৬ ঘণ্টা, মার্চ ০৭, ২০১৯
ওএফবি