শুধু সমালোচিত হচ্ছেন বলাটাও যথাযথ না, সামাজিক যোগাযোগ মাধ্যমে এ অভিনেত্রীকে নিয়ে রীতিমত মজা লুটছেন সমালোচকরা।
অবশ্য অভিনেত্রী হিসেবে ইন্দ্রানীকে কোনোদিন সমালোচনার মুখে পড়তে হয়নি।
গান গাওয়ার জন্যে অভিনেতা-অভিনেত্রীরা খুব একটা মঞ্চে উঠেন না। হয়তো শখে নয়তো দর্শকের অনুরোধে গাইতে উঠেন। সেখানে বেসুরে কিংবা ঠিকঠাক গাইতে না পারলেও উপস্থিতিরা বিষয়টা সহজভাবেই নেয়। শুধু তাই না, শিল্পীকে নানাভাবে উৎসাহিতও করেন।
কিন্তু ইন্দ্রানী মাউথপিস হাতে মঞ্চে উঠলেন জাত শিল্পীর স্বভাবে। চেষ্টাও করেছেন খ্যাতনামা শিল্পীর মতো উপস্থিতিকে মাতাতে। কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত তিনি তাল-লয়হীন বেশ বেসুরেই গাইলেন। যে কারণেই সমালোচনার মুখে পড়তে হয়েছে তাকে। হতে হয়েছে হাসির পাত্রও। আর সমালোচনার দায় নিয়েই নেট দুনিয়ায় ভাইরাল হলেন ইন্দ্রানী।
এর প্রতিক্রিয়ায় ইন্দ্রানী বলেন, কিছু বাজে লোকজন এটাকে ভাইরাল করেছে। আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে এ বিষয়টি নিয়ে রিপোর্ট করেছি। সাইবার ক্রাইমেও যাবো। কিছুদিন আগে দিতিপ্রিয়াকে নিয়েও একই কাজ করা হয়েছে। যেটা অবশ্যই দুঃখজনক এবং মেনে নেওয়ার মতো না। এ বিষয়ে আর কিছু বলতে চাই না আমি।
মঞ্চে গাওয়া ইন্দ্রানীর গানটির ভিডিও শেয়ার দিয়ে অনেকেই বাজে মন্তব্য করছেন। কেউ আবার গঠনমূলক সমালোচনা করছেন।
ভিডিও শেয়ার করে কেউ লিখেছেন- রবীন্দ্রনাথ বেঁচে থাকলে চুরি হওয়া নোবেল খুঁজে বের করে তাকেই উপহার দিতেন। কেউ লিখেছেন, অভিনয় নিয়ে ছিলেন সেটাই তো ভালো ছিলো, গান গাওয়া কি দরকার ছিলো। গঠনমূলক সমালোচকরা লিখেছেন, তার অভিনয় নিয়ে কোনো আপত্তি কখনোই ছিলো না। কিন্তু মঞ্চে তার গান গাওয়াটা সত্যিই দুঃখজনক।
ভিডিও:
বাংলাদেশ সময়: ২০০৪ ঘণ্টা, মার্চ ০৭, ২০১৯
ওএফবি