জন্মদিনে পশ্চিমবঙ্গ ও বলিউড তারকাদের ভালোবাসায় সিক্ত হচ্ছেন তিনি। শুভেচ্ছা জানিয়েছেন পশ্চিবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীও।
মাত্র চার বছর বয়স থেকেই গানের সঙ্গে সখ্যতা শ্রেয়ার। রিয়েলিটি শো ‘সা-রে-গা-মা-পা’ সঙ্গীত প্রতিযোগিতার মাধ্যমে তারকাখ্যাতি পান তিনি। সেই থেকে ক্যারিয়ারে আর পেছনে তাকাতে হয়নি তাকে।
এরপর মাত্র ১৬ বছর বয়সে ২০০২ সালে ‘দেবদাস’ সিনেমায় গান গেয়ে বলিউডে নিজের শক্ত অবস্থান তৈরি করেন শ্রেয়া। সে বছরই সেরা গায়িকা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার, ফিল্মফেয়ার পুরস্কার এবং আর ডি বর্মন পুরস্কারসহ আরো বেশ কয়েকটি পুরস্কারে ভূষিত হন এই কণ্ঠনন্দিনী।
ব্যক্তিগত জীবনের কোনো বিষয় কখনোই প্রচারে আনেননি শ্রেয়া। যে কারণে তার ব্যক্তিগত জীবনের অনেক কিছু জানতে পারেনি মিডিয়া আর ভক্ত-অনুরাগীরা।
জানতে পারেনি তার ১০ বছরের প্রেমের গল্প। ২০১৫ সালে ৫ ফেব্রুয়ারি একেবারে বাঙালি নিয়মে বিয়ে বন্ধনে আবদ্ধ হন প্রেমিক শিলাদিত্য মুখোপাধ্যায়ের সঙ্গে।
শ্রেয়ার ঝুলিতে এখন চারটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার, ৬টি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড, পাঁচটি প্লেব্যাক সেরা গায়িকার পুরস্কারসহ রয়েছে আরও অসংখ্য পুরস্কার।
বাংলাদেশ সময়: ২১০৯ ঘণ্টা, মার্চ ১২, ২০১৯
ওএফবি