আর তাদের নানা কর্মকান্ড নিয়ে এগিয়ে যাবে হাস্যরসাত্মক গল্পের ধারাবাহিক নাটক ‘বাঙ্গি টেলিভিশন’। এটি পরিচালনা করেছেন নির্মাতা-অভিনেতা কচি খন্দকার।
এ প্রসঙ্গে মোশাররফ করিম বলেন, পৃথিবীতে কত ধরনের টেলিভিশন আছে। যেমন-স্পোর্টস, নিউজ, রান্না, অ্যাডভেঞ্চার, ট্রাভেল ইত্যাদি। ঠিক সে রকমের একটি টিভি ‘বাঙ্গি টেলিভিশন’! নাটকটির মূল উদ্দেশ্য নির্মল বিনোদনের মাধ্যমে মানুষের মন জয় করা।
তারকাবহুল ধারাবাহিকটিতে আরও অভিনয় করেছেন-জেনি, রোবেনা রেজা জুঁই, জান্নাতুল সুমাইয়া হিমি, এমিলা, রিফাত জাহান, মামুনুর রশিদ, আবুল হায়াত, রহমত আলী, ফারুক আহমেদ, শহীদুজ্জামান সেলিম, সাজু খাদেম প্রমুখ। থিম সং’র কথা লিখেছেন মারজুক রাসেল। সঙ্গীত ও কণ্ঠ পলাশ নূরের।
শনিবার (১৬ মার্চ) থেকে প্রতি সপ্তাহের শনি, রোব ও সোমবার রাত ৯টায় নাগরিক টিভি’র পর্দায় দেখা যাবে।
বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৯
জেআইএম