ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

আসছে ‘জল ও পানি’র গল্প

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪২ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৯
আসছে ‘জল ও পানি’র গল্প 'জল ও পানি'র একটি দৃশ্য

আমেরিকা, কানাডা, নেপাল ও ভারত’সহ দেশের বেশকিছু চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণ করে এবার প্রকাশ পাচ্ছে মাসুদ পথিকের কবিতা অবলম্বনে নির্মিত স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘জল ও পানি’। এটি পরিচালনা করেছেন সোহেল রানা বয়াতি।

সোমবার (১৮ মার্চ) স্বল্পদৈর্ঘ্য সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে সিএমভির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে।

এ প্রসঙ্গে সোহেল রানা বয়াতি বাংলানিউজকে বলেন, সারা বিশ্বে এখন ধর্ম নিয়ে অস্থিরতা চলছে।

কিন্তু আমরা ভুলে যাই ধর্মের চেয়ে আমাদের বড় পরিচয় আমরা মানুষ। ‘জল ও পানি’র মধ্যে দিয়ে আমি তেমনি একটি মেসেজ দেওয়ার চেষ্টা করেছি।

বরিশালের প্রত্যন্ত গ্রামে ‘জল ও পানি’র শুটিং হয়েছে। চিত্রগ্রহণে ছিলেন ফরহাদ হোসেন। এর চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন রাইসুল তমাল ও সঙ্গীত করেছেন রাহাত ইসলাম।

স্বল্পদৈর্ঘ্যটিতে অভিনয় করেছেন বাপ্পিরাজ, নুসরাত জেরি, বদরুদ্দোজা, নিলুফার ওয়াহিদ, আ মা ম হাসানুজ্জামান ও শিশু শিল্পী আপন।

বাংলাদেশ সময়: ১৮৪১ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৯
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।