ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

জন্মদিনে বঙ্গবন্ধুর বন্দনায় মুন্নীর গান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৮ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৯
জন্মদিনে বঙ্গবন্ধুর বন্দনায় মুন্নীর গান বঙ্গবন্ধু-মুন্নী

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র ৯৯তম জন্মদিন রোববার (১৭ মার্চ)। এই দিনে তাকে শ্রদ্ধাভরে স্মরণ ও সম্মান জানিয়ে দিনাত জাহান মুন্নীর কণ্ঠে প্রকাশ পেয়েছে ‘বাংলার স্থপতি’ শিরোনামের একটি গান।

কবির বকুলের কথায় গানটির সুর ও সঙ্গীতায়োজন করেছেন সুমন কল্যান। এর ভিডিও পরিচালনা করেছেন মাসুদুল হক।

গানটির দৃশ্যায়নে বঙ্গবন্ধুর ছবি ও আর্কাইভ ফুটেজের পাশাপাশি দেখা যাবে শিল্পীকেও।  

এই গান প্রসঙ্গে  মুন্নী বলেন,  এটা দারুণ ভালোলাগা। নিজকে ধন্য মনে করছি, বঙ্গবন্ধুকে গানে গানে শ্রদ্ধা আর সম্মান জানাতে পেরে।  আশা করছি গানটি ভালো লাগবে সবার।  

এ প্রসঙ্গে ধ্রুব মিউজিক স্টেশনের কর্ণধার-কন্ঠশিল্পী ধ্রু গুহ বলেন, বঙ্গবন্ধুর সঙ্গে আমাদের সবার আবেগ আর ভালোবাসা জড়িয়ে আছে। তিনি বাঙালীর জাতির জনক। জাতির জনকের জন্মদিনে এটি সেই আবেগের ছোট্ট একটি বহি:প্রকাশ মাত্র। আমরা ক্ষুদ্র প্রয়াসে জাতির পিতার প্রতি শ্রদ্ধা ও সম্মান জানাতে পেরে গর্বিত।  

রোববার (১৭ মার্চ) ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ পেয়েছে।

ভিডিও: 

বাংলাদেশ সময়: ১৭৫৮ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৯
ওএফবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।