জানা গেছে, অনেক দিন ধরেই বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত ছিলেন তিনি। বছর খানেক আগে নিজ বাসার নীচ থেকে পড়ে গিয়ে আহত হন।
মঙ্গলবার (১৯ মার্চ) চিন্ময়ের শেষকৃত্য সম্পন্ন হবে বলে তার পরিবার জানিয়েছে।
১৯৪০ সালের ১৬ জানুয়ারি বাংলাদেশের কুমিল্লায় জন্মগ্রহণ করেন চিন্ময় রায়। অভিনয় জীবনের শুরুটা করেছিলেন নান্দীকার থিয়েটারের মাধ্যমে। পরবর্তীতে রুপালী পর্দায় কমেডিয়ান হিসেবে জনপ্রিয়তা অর্জন করেন।
রুপালী পর্দায় ‘গল্প হলেও সত্যি’ সিনেমার মাধ্যমে যাত্রা শুরু করেন চিন্ময়। তপন সিংহের পরিচালনায় প্রথম সিনেমায় অভিনয় করেই দর্শকের মন জয় করেন তিনি। এরপর তাকে আর পেছনে তাকাতে হয়নি।
তারপর একে একে অভিনয় করেন- ‘বসন্ত বিলাপ’, ‘গুপী গাইন বাঘা বাইন’, ‘শ্রীমান পৃথ্বীরাজ’, ‘ধন্যি মেয়ে’, ‘চারমূর্তি’, ‘মৌচাক’, ‘হাটে বাজারে’, ‘ঠগিণী’, ‘ফুলেশ্বরী’, ‘সূবর্ণ গোলক’, ‘ওগো বধূ সুন্দরী’ প্রভৃতি সিনেমায়। সবগুলো সিনেমা ই দর্শকমহলে ব্যাপক সাড়া ফেলে। গুণী এ অভিনেতার প্রয়াণে বাংলা সিনেমায় শোকের ছাঁয়া নেমে এসেছে।
বাংলাদেশ সময়: ১২১১ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৯
ওএফবি