এ প্রসঙ্গে এসকিউ মারকম লিমিটেডের ব্যবপস্থাপনা পরিচালক হাসান মাহমুদ রনি বাংলানিউজকে বলেন, বিরাট একটি ক্ষতির সম্মুখীন হলাম। তবে শিল্পীরা আমাদের মানসিকভাবে শক্তি দিচ্ছেন, হতাশার মধ্যে এটা সবচেয়ে স্বস্তির খবর।
২২ মার্চ অনুমতি না পাওয়া প্রসঙ্গে তিনি বলেন, নিরাপত্তা জনিত কারণে অনুমতি দেইনি। একই স্থানে ২৪ মার্চ প্রধানমন্ত্রীর একটি অনুষ্ঠান আছে। যে কারণে দু’দিন আগে থেকে সেখানকার নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতে চান প্রশাসন। যে কারণে অনুমিত মিলেনি।
স্থগিত হলেও বাতিল হয়নি ‘সিগনেচার অব রিদম’। সবকিছু ব্যাটে-বলে মিললে ১২ এপ্রিল ঢাকার দর্শক-শ্রোতাদের গানে গানে মাতোয়ারা করতে আর্মি স্টেডিয়ামের মঞ্চে উঠবেন- জেমস ও নগর বাউল, অনুপম রায়, মোনালী ঠাকুর, ব্যান্ডদল চিরকুট, সুরজিৎ অ্যান্ড ফ্রেন্ডস এবং তাসনিম আনিকা।
রিং আইডি নিবেদিত বাণ্যিজিক এই মেগা কনসার্টের আয়োজক এডভারটাইজিং এজেন্সি এসকিউ মারকম লি:। যুব সমাজকে সুস্থ সংস্কৃতি চর্চায় অনুপ্রাণিত করার লক্ষ্যে ‘সিগনেচার অব রিদম’ শীর্ষক এই মেগা কনসার্টের আয়োজন করেছে সংস্থাটি।
এ আয়োজনে উপস্থাপনায় থাকছেন চিত্রনায়ক ফেরদৌস ও দর্শকপ্রিয় লাস্যময়ী নায়িকা পূর্ণিমা।
বাংলাদেশ সময়: ১৫৫৩ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৯
ওএফবি