এতে অভিনয় করেছেন মোশাররফ করিম, নুসরাত ইমরোজ তিশা, আরফান আহমেদ ও প্রাণ রায়। সম্প্রতি কক্সবাজারের ধারাবাহিকটির শুটিং শেষ হয়েছে।
নাটকটি প্রসঙ্গে আরফান আহমেদ বাংলানিউজকে বলেন, ‘কাজটি করে অনেক আনন্দ পেয়েছি। ইউনিটের সবাই নাটকটি নিয়ে ভালো কিছু প্রত্যাশা করছেন। আমার ধারণা ‘তালমিছরি না হাওয়াই মিঠাই’ দর্শক ভালোভাবে গ্রহণ করবেন। এবং পরবর্তীতে ‘সিকান্দার বক্স’র মতো এটিরই সিক্যুয়েল নির্মিত হবে। ’‘প্রতি বছরই ঈদে আমার বিশেষ ধারাবাহিক নাটক থাকে। এবারও এর ব্যতিক্রম ঘটছে না। এই নাটকটিতে দর্শক নিরমল বিনোদন পাবেন। মোশাররফ ভাইকে প্রথমবার রাজশাহীর আঞ্চলিক ভাষায় সংলাপ বলতে শুনতে পাবেন। আশা করছি আমার অন্য কাজগুলোর মতো এই কাজটিও দর্শক বেশ ভালোভাবেই গ্রহণ করবেন’, বললেন নির্মাতা সাগর জাহান।
‘তালমিছরি না হাওয়াই মিঠাই’ নাটকে মোশাররফ করিম বিদেশ ফেরত প্রবাসীর চরিত্রে অভিনয় করেছেন। আর আরফান আহমেদকে একজন ইউটিউবারের ভূমিকায় দেখা যাবে। ঈদ উপলক্ষে বেসরকারি টিভি চ্যানেলে নাটকটি প্রচার হবে।
বাংলাদেশ সময়: ১৯০৮ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৯
জেআইএম